নিমতা, 4 জুন : নিমতায় গুলি করে খুন করা হল স্থানীয় তৃণমূল নেতাকে । মৃতের নাম নির্মল কুণ্ডু । তিনি নিমতার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি ছিলেন ।
নিমতায় স্থানীয় তৃণমূল নেতাকে গুলি করে খুন - nimta
আজ সন্ধে সাড়ে 7 টা নাগাদ নিমতায় স্থানীয় তৃণমূল নেতা নির্মল কুণ্ডু বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন । তখনই বাইকে চড়ে 2 দুষ্কৃতী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্চ থেকে গুলি করে পালিয়ে যায় । তাঁর কপালে গুলি লাগে ।
স্থানীয় তৃণমূল নেতা নির্মল কুণ্ডু
আজ সন্ধে সাড়ে 7 টা নাগাদ নির্মল কুণ্ডু বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন । তখনই বাইকে চড়ে 2 দুষ্কৃতী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্চ থেকে তাঁকে গুলি করে পালিয়ে যায় । তাঁর কপালে গুলি লাগে ।
তাঁকে তড়িঘড়ি কামারহাটিতে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
Last Updated : Jun 4, 2019, 11:57 PM IST