কলকাতা, 2 মার্চ: জাতীয় রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতার বড়সড় প্রমাণ পেশ করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ৷ অতীতে গোয়া বা ত্রিপুরায় না-পারলেও মেঘালয়ে বিধানসভা নির্বাচনে অপেক্ষাকৃত ভালো ফল করল ঘাসফুল শিবির। সকালে ব্যাপক আশা জাগিয়ে শুরু করে দিনের শেষে ততটা ভালো ফল না-হলেও ঘাসফুল ফুটল মেঘালয়ে। প্রথমবার লড়ে উত্তর-পূর্বের রাজ্যে জিততে না-পারলেও সেই রাজ্যের মানুষের পাশে থাকার বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার প্রকাশিত মেঘালয়ে বিধানসভা নির্বাচনের ফলাফল বলছে 5টি আসনে জিততে পেরেছে তৃণমূল কংগ্রেস (TMC wins five seats in Meghalaya assembly election 2023)। সরকার গঠনের লক্ষ্য নিয়ে নামলেও সেই লক্ষ্যপূরণ হয়নি। তবে বিজেপির থেকে বেশি ভোট পেয়েছে রাজ্যের বর্তমান শাসক দল।
প্রসঙ্গত, এবার বিধানসভা নির্বাচনে মেঘালয়ে বাংলার উন্নয়ন মডেলকে তুলে ধরেছিল এই রাজ্যের শাসকদল। ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের মতো প্রত্যেক বাড়ির মহিলাদের হাজার টাকা করে ভাতা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল ৷ একইভাবে যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে ওয়াইকার চালু করেছিল তৃণমূল। কিন্তু শেষপর্যন্ত ভোট বাক্সে এই সব প্রতিশ্রুতি কোনওভাবেই কাজে আসেনি। এদিন মেঘালয় ভোট গণনার শেষে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক টুইট করে মেঘালয়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ একইসঙ্গে তিনি লিখেছেন, "আমাদের এত ভালবাসা দেওয়ার এবং আমাদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার জন্য মেঘালয়ের ভোটারদের ধন্যবাদ জানাই। তৃণমূল কংগ্রেসের নির্বাচিত 5 জন বিধায়ককে অভিনন্দন।" গত একবছর ধরে তার দলের কর্মীরা যেভাবে নিরলস পরিশ্রম করে বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে তার জন্যও তৃণমূল কর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।