কলকাতা, 10 ডিসেম্বর : এবার রিপোর্ট কার্ডের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষের সামনে 10 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে চলেছে তৃণমূল কংগ্রেস । শাসকদলের জনপ্রতিনিধিরা এই রিপোর্ট কার্ড বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে । আজ, বৃহস্পতিবার তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট কার্ড প্রকাশ করবেন দলের শীর্ষ নেতারা ।
বিরোধীরা শাসক দলের নেতা-মন্ত্রীদের দুর্নীতিকে হাতিয়ার করে ভোটে যেতে চাইছে । ঠিক এমন সময় রাজ্যের উন্নয়ন মডেলকে সামনে রেখে নির্বাচন করতে তৎপর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । লক্ষ্য, সাধারণ মানুষকে রাজ্যের সার্বিক উন্নয়ন সম্পর্কে অবগত করা । সেই মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 10 বছরের শাসনকালে কী কী উন্নয়ন করেছে তার একটা তালিকা তৈরি হয়েছে । এই তালিকা অনুযায়ী তৈরি করা হয়েছে রিপোর্ট কার্ড । বিশেষ রিপোর্ট কার্ডে ধারাবাহিকভাবে সাজানো হয়েছে রাজ্যের উন্নয়ন প্রকল্পগুলো । নতুন বছরের প্রাক্কালে এই রিপোর্ট কার্ড রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে নেতৃত্ব । এলাকায় এলাকায় দলের জনপ্রতিনিধিরা তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে ।