কলকাতা, 16 জুলাই : নির্বাচনের সময় রাজ্যে ভোট প্রচারে এসে নরেন্দ্র মোদি 'দিদি... ও দিদি' ডাকে রাজ্যের শাসকদলকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছিলেন । এই ডাকে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস একে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর অপমান বলে ব্যাখ্যা করেছিলেন । কিন্তু বিজেপির তাতে থোড়াই কেয়ার । প্রধানমন্ত্রীর সমস্ত ভোট প্রচারে এই একই ধরনের খোঁচা অব্যাহত ছিল । এদিকে, নির্বাচনের ফলাফলে বিপুল ভোটে জয়লাভ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলের দাবি, বাংলার মানুষ অন্তত মোদিজির এই স্লোগানে সাড়া দেয়নি । শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবার প্রধানমন্ত্রীকে সেই কটাক্ষের জবাব দেওয়া হবে । তৃণমূল সূত্রে খবর, শীঘ্রই শুরু হতে চলা সংসদের বাদল অধিবেশনে প্রধানমন্ত্রীকে এর পাল্টা জবাব দেওয়া হবে ।
তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের সদস্যরা এক জায়গায় বসে সিদ্ধান্ত নিয়েছেন, প্রধানমন্ত্রী সংসদে এলেই তাঁকে 'দাদা... ও দাদা' বলে সম্বোধন করা হবে । প্রথমে ঠিক ছিল প্রধানমন্ত্রী সংসদে ঢুকলেই ‘মোদি ও মোদি’ বলে স্লোগান দেবে তৃণমূল । কিন্তু এমন স্লোগানে তৃণমূল সংসদীয় দলের সদস্যদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ উঠতে পারে । আর তাতে বেকায়দায় পড়তে পারেন তৃণমূল সাংসদরা । তাই স্ট্র্যাটেজি পাল্টে ‘দাদা ও দাদা’ ডাকের ভাবনা । এতে সাপও মরবে লাঠিও ভাঙবে না ।