কলকাতা, 22 অক্টোবর : বিমল গুরুংয়ের NDA-র প্রতি সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানাল তৃণমূল কংগ্রেস । গতরাতে তৃণমূলের তরফে দু'টি টুইট করে তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানানো হয় ।
দীর্ঘদিন পর গতকাল হঠাৎই কলকাতায় পা রাখেন বিমল গুরুং । সল্টলেকের গোর্খা ভবনের সামনে দেখা যায় তাঁকে । শহরে পা রেখেই রীতিমতো বিস্ফোরণ । ঘোষণা করেন, NDA ছাড়ার কথা । পাশাপাশি, আস্থা প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। এরপরই গুরুংয়ের NDA ছাড়ার ঘোষণাকে টুইট করে স্বাগত জানায় তৃণমূল কংগ্রেস ।
রাতে টুইট করে তৃণমূলের তরফে জানানো হয়, " বিমল গুরুংয়ের NDA থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত। গোর্খাল্যান্ড ইশুকে সংকীর্ণ রাজনীতির জন্য ব্যবহার করেছিল BJP ৷ তাদের অবিশ্বাসযোগ্য এই স্বভাব বাংলার মানুষের সামনে চলে এসেছে।"
অপর একটি টুইটে লেখা হয়, "রাজনৈতিক দল, নাগরিক সমাজসহ GTA এবং পাহাড়ের অন্য স্টেক হোল্ডাররা মাতৃভূমির শান্তি এবং সমৃদ্ধির জন্য আমাদের সঙ্গে একসঙ্গে লড়াই করবে বলে আমরা আশাবাদী।"
দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন বিমল গুরুং । তাঁর হদিস পাচ্ছিল না পুলিশ । এই অবস্থায় সরাসরি কলকাতায় পা রেখে NDA থেকে সমর্থন প্রত্যাহার করে মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা প্রকাশ করেন গুরুং । 2021-এর বিধানসভা নির্বাচনের আগে গুরুংয়ের 180 ডিগ্রি ভোলবদলকে অবশ্য রাজনৈতিক কারণেই বলে মনে করছে রাজনৈতিক মহল।