কলকাতা, 26 জুলাই: রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে আলোচনা চাইছে খোদ রাজ্যের শাসকদল ৷ ইতিমধ্যেই পঞ্চায়েত ভোট নিয়ে মুলতুবি প্রস্তাব এনেছে বিজেপি ৷ যা নিয়ে বুধবার বিধানসভায় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায় জানান, পঞ্চায়েত নিয়ে আলোচনা চাইলে শাসক দলের তরফে আপত্তি থাকবে না ৷ এমনকী তৃণমূল নিজেও এই ইস্যুতে বিধানসভায় আলোচনা চায় বলে জানান তিনি ৷
পঞ্চায়েত ভোট নিয়ে অশান্তি, হিংসার ছবি দেখা গিয়েছে রাজ্যজুড়ে ৷ মনোনয়ন পর্ব থেকে শুরু করে ভোট গণনার দিন পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বাংলায় 19 জনের মৃত্যু হয়েছে ৷ এরপরও অবশ্য পরিস্থিতির পরিবর্তন হয়নি ৷ ভোট পরবর্তী হিংসাও রাজ্যে অব্যাহত বলে অভিযোগ বিজেপির ৷ যা নিয়ে কলকাতা হাইকোর্টেও মামলা দায়ের হয়েছে ৷ যদিও তৃণমূলের তরফে পালটা দাবি করা হয়েছে, যত মানুষের মৃত্যু হয়েছে তার মধ্যে অধিকাংশই শাসকদলের কর্মী-সমর্থক ৷ রাজ্য বিধানসভার বাদল অধিবেশনে এই ইস্যুতে প্রস্তাব আনতে চায় বিজেপি ৷ এদিন তৃণমূলের তরফেও জানিয়ে দেওয়া হল, তারাও রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে আলোচনা করতে প্রস্তুত ৷