কলকাতা, 15 নভেম্বর : রাজ্যের তিনটি উপনির্বাচনের জন্য ইস্তাহার প্রকাশ তৃণমূল কংগ্রেসের। উপনির্বাচনের জন্য প্রথমবার ইস্তাহার প্রকাশ করল তৃণমূল ৷ এতদিন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে উপনির্বাচনগুলো সেভাবে গুরুত্ব পেত না । এমন কী উপনির্বাচনের প্রচারেও যেতেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এবার হঠাৎ করে কেনও ইস্তাহার প্রকাশ ? তা নিয়ে উঠেছে প্রশ্ন । তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর কর্পোরেট ধাঁচে দলের উপদেষ্টা হিসেবে কাজ করছেন । তাঁর উদ্যোগেই ৩ উপনির্বাচনের জন্য ইস্তাহার প্রকাশ করা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আগামী 25 নভেম্বর খড়গপুর সদর, কালিয়াগঞ্জ এবং করিমপুর বিধানসভায় উপনির্বাচন । এই তিনটি কেন্দ্রের উপনির্বাচনের জন্য ইস্তাহার প্রকাশ করল তৃণমূল । খড়্গপুর সদরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার । করিমপুরের প্রার্থী বিমলেন্দু সিংহ রায় এবং কালিয়াগঞ্জের প্রার্থী তপনদেব সিংহ । ইতিমধ্যেই জোর কদমে চলছে প্রচার । তিন কেন্দ্রের সাধারণ মানুষের কাছে ইস্তাহার পৌঁছানোর কাজ শুরু করেছেন তৃণমূল কর্মীরা ।