পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মহিলাদের স‍্যানিটারি ন্যাপকিন বিলির উদ্যোগ তৃণমূল মহিলা সংগঠনের - tmc will distrubute sanitary napkins among womens

মহিলাদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিলির কাজ শুরু করবে তৃণমূল কংগ্রেস । গ্রাম ও শহর দুই জায়গাতেই এই বিলির কাজ হবে ।

tmc
তৃণমূল

By

Published : Apr 14, 2020, 10:21 AM IST

কলকাতা, 14 এপ্রিল : লকডাউনে নানান সমস্যায় পড়তে হচ্ছে গৃহবন্দী মহিলাদের । তাঁদের জন্য এবার সাহায্যের হাত বাড়িয়ে দেবে তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন । মহিলাদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিলি করার সিদ্ধান্ত নেওয়া হয়ছে । বুধবার থেকেই তা বিলি করা হবে বলে সূত্রের খবর।

লকডাউনের এই সময় স্যানিটারি ন্যাপকিন কিনতে গিয়ে রীতিমতো বিড়ম্বনায় পড়ছেন মহিলারা । অনেক সময়ই দোকানে মিলছে না স্যানিটারি ন্যাপকিন । বিশেষ করে গ্রামের দিকে এই সমস্যা হচ্ছে। বাড়ির কাছাকাছি দোকানে স্যানিটারি ন্যাপকিন না পেয়ে অনেক সময় ফিরে আসতে হচ্ছে মহিলাদের । এই সমস্যার সমাধান করতে উদ্যোগী হয়েছে তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন ।

জানা গেছে, শুধু শহর নয়, রাজ্যজুড়ে চলবে স্যানিটারি ন্যাপকিন বিলির কর্মসূচি । রাজ্যের পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীগুলি তৈরি করছে ন্যাপকিন । এদের কাছ থেকেই তা সংগ্রহ করে গোটা রাজ্যের মহিলাদের মধ্যে বিলি করবে তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন । বিলি করার জন্য প্রতি জেলার মহিলা সংগঠনের সভানেত্রীর কাছে প্রথমে পৌঁছে দেওয়া হবে ন্যাপকিন । তিনি তা স্থানীয় স্তরে বিলি করার যাবতীয় ব্যবস্থা করবেন ।

রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন, " শহরে মহিলাদের ন্যাপকিন কিনতে সমস্যা হচ্ছে না । কিন্তু গ্রামের মহিলারা অস্বাস্থ্যকর পুরানো পদ্ধতি বেছে নিচ্ছেন । মহিলাদের স্বার্থ সুরক্ষার কথা মাথায় রেখেই এই কর্মসূচি ।"

ABOUT THE AUTHOR

...view details