কলকাতা, 10 ডিসেম্বর : সাত বছরের ব্যবধানে ফের দরজায় কড়া নাড়ছে কলকাতায় পৌর নির্বাচন । আগামী পাঁচবছরে কোন পথে এগোবে শহরের উন্নয়ন ? শহর সাজাতে শাসকদল কী কী পরিকল্পনা গ্রহণ করবে ? শহর কী নতুন কোনও উড়ালপুল পাবে ? এই সকল প্রশ্নের উত্তর জানতে চায় বাংলার মানুষ । সেই অপেক্ষার অবসান হতে চলেছে শনিবার ৷ দুপুরের মধ্যেই পৌরভোটের ইস্তাহার প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস (TMC to release kmc election Manifesto) । তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, এবারের ইস্তাহারে প্রাধান্য দেওয়া হয়েছে নারী সুরক্ষা, পরিচ্ছন্ন রাস্তার উপর । পাশাপাশি শহরের প্রতিটি কোনায় পরিশ্রুত পানীয়জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও থাকছে ৷
শহরের বেশ কিছু অঞ্চলে পানীয়জলের সমস্যা রয়েছে । সমস্যা রয়েছে নিকাশি ব্যবস্থারও । ভারী বৃষ্টি হলে এখন শহর কলকাতায় বেশ কিছু এলাকায় জল জমে । তা নিয়ে নাগরিকদের একাংশের মধ্যে ক্ষোভ রয়েছে । তৃণমূলের পক্ষ থেকে নির্বাচনের প্রচারের শুরু থেকেই বলা হচ্ছে, গত এক দশকে তাদের আমলে কলকাতা পৌর এলাকার কী উন্নয়ন হয়েছে, সেই খতিয়ানকে সামনে রেখেই নির্বাচনে লড়াই করার বিষয়ে আত্মবিশ্বাসী তারা ।