পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Trinamool Congress: রামলীলায় ধরনার বদলে 2 অক্টোবর রাজঘাটে গান্ধিজীকে শ্রদ্ধা জানাবে তৃণমূল - মমতা বন্দ্যোপাধ্যায়

TMC over Proposed Dharna at Delhi: দিল্লির রামলীলা ময়দানে ধরনা কর্মসূচি করতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু এর অনুমতি দিতে দিল্লি পুলিশ টালবাহানা করছে বলে অভিযোগ ৷ তাই শনিবার তৃণমূলের সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে যে আগামী 2 অক্টোবর রাজঘাটে গান্ধীজিকে শ্রদ্ধা জানাবে তৃণমূল ৷

Trinamool Congress
Trinamool Congress

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 8:27 PM IST

Updated : Sep 16, 2023, 9:44 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর: আগামী 2 অক্টোবর দিল্লির রাজঘাটে গান্ধীজিকে শ্রদ্ধা জানাবে তৃণমূল । শনিবার এই বিষয়ে সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে দিলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । ওই শ্রদ্ধা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । পরেরদিন 3 অক্টোবর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব । এই বিষয়ে গিরিরাজ সিংয়ের কাছে সময় চাওয়া হয়েছে ।

এ দিন সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, "বাংলাকে বঞ্চিত করা হয়েছে । প্রায় 1 লক্ষ 15 হাজার কোটি টাকার বঞ্চনা হয়েছে । 100 দিনের কাজ, আবাস যোজনা, সড়ক যোজনা, বিধবা ও প্রতিবন্ধী ভাতার ন্যায্য পাওনা টাকা দেওয়া হয়নি । মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে । অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করতে গিয়েছিলেন গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে । কেন্দ্রের সরকার দেখা করেনি । তাই দিল্লিতে কর্মসূচি নেওয়া হয়েছে ।”

ওই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি বলেন, "2 অক্টোবর মহাত্মা গান্ধির জন্মদিনে দিল্লিতে বড় কর্মসূচি হবে । আমরা বারবার চিঠি দিয়েছি । দুঃখিত, দিল্লি পুলিশ অনুমতি দেয়নি । বিজেপি প্রতিবাদ সমাবেশকে ভয় পাচ্ছে । এভাবে চলে না । 50 লক্ষ চিঠি নিয়ে যাওয়া হবে দিল্লিতে । প্রতিবাদ কর্মসূচি হবেই ।’’ সাংবাদিক বৈঠক উপস্থিত থাকা রাজ্যের আরেক মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, "বিজেপির চ্যালেঞ্জ আসলে ক্রেডিবিলিটি । এই রাজ্যে এখনই 1 কোটি 98 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে ।”

উল্লেখ্য, 2 অক্টোবর রামলীলা ময়দানে হবে এই কর্মসূচি হবে বলে ঠিক করেছিল তৃণমূল । কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় বিকল্প পথে হাঁটে রাজ্যের । নতুন করে তিন জায়গায় কর্মসূচি করতে চেয়ে ফের পুলিশের অনুমতি চাওয়া হয় । ফের পুলিশ তা নাকচ করে দেয় বলে অভিযোগ । কিন্তু এই কর্মসূচি করা হবেই বলে এ দিন তৃণমূলের তরফে স্পষ্ট করা হয়েছে ।

আরও পড়ুন:দিল্লির রামলীলা ময়দানে ধরনার অনুমতি চেয়ে অমিত শাহের পুলিশকে ফের চিঠি ডেরেকের

Last Updated : Sep 16, 2023, 9:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details