কলকাতা, 7 মে : একদিকে রাজ্যে বেড়ে চলেছে কোরোনা সংক্রমণ ৷ তারই মাঝে আমফান ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত রাজ্যের একাধিক এলাকা ৷ এই পরিস্থিতিতেও বিরোধীরা রাজনীতি করছে বলে আগেই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার তা নিয়ে প্রতিটি বিধানসভা এলাকাতেই পালটা প্রচারে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস ৷ শনিবার একথা জানিয়েছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷
তিনি বলেন, "BJP-র ক্রমাগত অপপ্রচারের বিরুদ্ধে 294টি বিধানসভা কেন্দ্রেই পালটা প্রচার করা হবে । তার রণকৌশল ইতিমধ্যেই তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।" তিনি ক্ষোভপ্রকাশ করে বলেন, "কোরোনা ও আমফানের মতো পরিস্থিতিকে হাতিয়ার করে রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে BJP। দুঃসময়ে রাজনীতি করতে তারা ঝাঁপিয়ে পড়েছে।"