কলকাতা, 5 ফেব্রুয়ারি:সম্প্রতি বিভিন্ন জনসভায় গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রের বঞ্চনা নিয়ে সবর হতে দেখা গিয়েছে । কখনও 100 দিনের কাজ, আবার কখনও আবাস যোজনা বা জিএসটি-র বকেয়া-সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যে অর্থনৈতিক অবরোধ তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ ৷ তা নিয়েই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী । এ বার এই নিয়ে বাজেট অধিবেশনে (Bengal Budget Session) প্রস্তাব আনতে চলেছে শাসক দল ৷
কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আসছে প্রস্তাব: কেন্দ্রীয় শুধু রাজনৈতিক সভা বা সমাবেশ নয়, সাম্প্রতিক অতীতে দিল্লিতে দরবারেও এই কেন্দ্রীয় বঞ্চনার ইস্যু শোনা গিয়েছে তৃণমূল নেতাদের মুখে । রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও বিভিন্ন সময়ে এই নিয়ে প্রধানমন্ত্রী-সহ কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দরবার করেছেন । কেন্দ্রের এই বঞ্চনার বিষয়টিকেই এ বার পরিষদীয় চৌহদ্দিতে তুলে আনার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস ।
রাজ্য বাজেট অধিবেশনের সূচি: রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের তরফ থেকে জানা গিয়েছে, আগামী 8 তারিখ রাজ্যে শুরু হতে চলা বাজেট অধিবেশনে কেন্দ্রের বঞ্চনা নিয়ে প্রস্তাব (TMC to bring motion on central deprivation) আনতে চলেছে শাসক শিবির ।