পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal Budget Session: আসন্ন বাজেট অধিবেশনে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রস্তাব আনছে শাসক দল - মমতা বন্দ্যোপাধ্যায়

আসন্ন রাজ্য বাজেট অধিবেশনে (Bengal Budget Session) কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রস্তাব আনতে চলেছে শাসক দল (TMC to bring motion on central deprivation)৷ আগামী 8 তারিখ শুরু হচ্ছে রাজ্যের বাজেট অধিবেশন ৷

Bengal Budget Session
বাজেট অধিবেশন

By

Published : Feb 5, 2023, 4:59 PM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি:সম্প্রতি বিভিন্ন জনসভায় গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রের বঞ্চনা নিয়ে সবর হতে দেখা গিয়েছে । কখনও 100 দিনের কাজ, আবার কখনও আবাস যোজনা বা জিএসটি-র বকেয়া-সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যে অর্থনৈতিক অবরোধ তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ ৷ তা নিয়েই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী । এ বার এই নিয়ে বাজেট অধিবেশনে (Bengal Budget Session) প্রস্তাব আনতে চলেছে শাসক দল ৷

কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আসছে প্রস্তাব: কেন্দ্রীয় শুধু রাজনৈতিক সভা বা সমাবেশ নয়, সাম্প্রতিক অতীতে দিল্লিতে দরবারেও এই কেন্দ্রীয় বঞ্চনার ইস্যু শোনা গিয়েছে তৃণমূল নেতাদের মুখে । রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও বিভিন্ন সময়ে এই নিয়ে প্রধানমন্ত্রী-সহ কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দরবার করেছেন । কেন্দ্রের এই বঞ্চনার বিষয়টিকেই এ বার পরিষদীয় চৌহদ্দিতে তুলে আনার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস ।

রাজ্য বাজেট অধিবেশনের সূচি: রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের তরফ থেকে জানা গিয়েছে, আগামী 8 তারিখ রাজ্যে শুরু হতে চলা বাজেট অধিবেশনে কেন্দ্রের বঞ্চনা নিয়ে প্রস্তাব (TMC to bring motion on central deprivation) আনতে চলেছে শাসক শিবির ।

এখনও পর্যন্ত যে সূচি নির্ধারিত রয়েছে, তাতে আগামী 8 তারিখ রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণ দিয়ে শুরু হবে বাজেট অধিবেশন । আগামী 9 ফেব্রুয়ারি বিধানসভায় শোকপ্রস্তাব পেশ করা হবে । দশ তারিখ থেকে যথারীতি বাজেট অধিবেশনের অন্যান্য কাজ । সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 15 ফেব্রুয়ারি বিধানসভা কক্ষে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।

আরও পড়ুন:ত্রিপুরায় সফর মুখ্যমন্ত্রীর, পিছল রাজ্য বাজেট পেশের দিন

নিউটাউনের পঞ্চায়েত এলাকাকে পৌরসভায় আনার প্রয়াস: এ দিকে, রাজ্য সরকারের তরফ থেকে নিউটাউন-এর মধ্যে থাকা পঞ্চায়েত এলাকাকে পৌরসভার আওতায় আনার জন্য আইনি সংশোধন আনা হচ্ছে । রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম এ প্রসঙ্গে ইতিমধ্যেই জানিয়েছেন, নিউটাউন এলাকাকে পৃথক পৌরসভা তৈরি করা হবে । যতদূর জানা যাচ্ছে, রাজারহাট নিউটাউনের অ্যাকশন এরিয়া 1সি, 1ডি, 1এ, 2বি, 2ই, 1বি, 2 এলাকাকে জ্যাংড়া হাতিয়াড়া-2 গ্রাম পঞ্চায়েতের সঙ্গে মিলিয়ে এই নতুন পৌরসভা তৈরি হবে । এখনও পর্যন্ত যতদূর জানা যাচ্ছে তাতে চলতি বিধানসভার অধিবেশনে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে ।

ABOUT THE AUTHOR

...view details