কলকাতা, 23 মে:কেন্দ্রের সঙ্গে নয়া সংঘাতে গেল তৃণমূল কংগ্রেস ৷ এবার ইস্যু নয়া সংসদ ভবনের উদ্বোধন ৷ আগামী 28 মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ কিন্তু সেই অনুষ্ঠানে যোগ দিচ্ছে না তৃণমূল ৷ মঙ্গলবার এক টুইট বার্তায় এই কথা জানিয়েছেন, দলের রাজ্যসভার দলনেতা ডেরেক-ও- ব্রায়েন ৷ একই কথা জানিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও ৷ দলের তরফে রবিবারের অনুষ্ঠান বয়কট করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন ৷
টুইটে ডেরেক লেখেন,"দেশের সংসদ শুধুমাত্র একটি ভবন নয়, এটা ঐতিহ্য, নীতি, মূল্যবোধ ও নিয়মের একটি প্রতিষ্ঠান ৷ ভারতীয় গণতন্ত্রের আধার হল সংসদ ভবন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেটা বুঝতে পারছেন না ৷" তাঁর কথা, "রবিবারের ওই উদ্বোধনী অনুষ্ঠান শুধু আমি, আমিত্ব ও আমার কথা বলে ৷ তাই আমরা থাকছি না ৷"
আরও পড়ুন: নয়া সংসদ ভবনের উদ্বোধনে আমন্ত্রিত নন রাষ্ট্রপতি, মোদি সরকারকে তোপ কংগ্রেসের
সুদীপ বন্দ্যোপাধ্যায় সংবাদসংস্থা পিটিআই'কে জানিয়েছেন, তৃণমূল মনে করে সাভারকরের জন্মদিনের দিন নয়, নয়া সংসদ ভবনের উদ্বোধন হওয়া উচিত স্বাধীনতা দিবস বা গণতন্ত্র দিবসের দিন ৷ অথবা গান্ধি জয়ন্তীর দিন ৷ উল্লেখ্য, ভিডি সাভারকারের জন্মদিনের দিন কেন নয়া সংসদ ভবনের উদ্বোধন করা হচ্ছে, অনুষ্ঠানে কেন আমন্ত্রণ জানানো হয়নি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এই প্রশ্ন আগেই তুলেছিল বিরোধীরা ৷ সোমবারই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছিলেন, দেশের প্রথম নাগরিক ও সংসদের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে দিয়েই নতুন সংসদ ভবনের উদ্বোধন হওয়া উচিত ৷ এবার একধাপ এগিয়ে সরাসরি সেই অনুষ্ঠান বয়কটের কথা জানাল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷
তৃণমূল কি তাদের আপত্তির কথা কেন্দ্রকে জানাবে ? এই প্রসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান,"পুরনো সংসদ ভবনের কী হবে সেই বিষয়েও বিরোধীদের অন্ধকারে রাখা হয়েছে ৷ সরকার এই বিষয়ে কোনও কথা বলছে না ৷"