কলকাতা, 12 জুলাই: ত্রিস্তরের মধ্যে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে কিছুটা দাঁত ফোটাতে পারলেও, বিরোধীদের অধরাই থেকে গেল জেলা পরিষদ । রাজ্যের 22টি জেলায় 928টি জেলা পরিষদ আসনের প্রায় সবটাই নিজেদের দখলে রাখল তৃণমূল । বিক্ষিপ্ত কিছু আসন ছাড়া তেমন আর কিছুই করতে পারেনি বিরোধীরা ।
রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বুধবার রাত আটটা পর্যন্ত, রাজ্যের 22টি জেলার 928টি জেলা পরিষদের আসনে 685টি আসনেই জিতেছে তৃণমূল । এগিয়ে রয়েছে আরও 144টি আসনে । আর 21টি আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা । দু'টি সিপিএম এবং ছয়টি আসনে জিতেছে কংগ্রেস মনোনীত প্রার্থীরা । জেলা পরিষদ আসনের ফলপ্রকাশ হতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ঘাসফুল শিবির । তুলনায় অনেকটাই ম্রিয়মান বিরোধীরা । তবে এক্ষেত্রেও অবশ্য রাজ্যের শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা সন্ত্রাস এবং হানাহানিকেই দায়ী করেছে বিরোধীরা ।
পঞ্চায়েত ভোটের দিনও রক্ত ঝড়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে । হিংসা, হানাহানি, অশান্তিতে ত্রস্ত হয়ে পড়েছিল ভোটকর্মী থেকে আম ভোটার সকলেই । এমনকী আক্রান্ত হয়েছেন খোদ পুলিশ কর্মীরাও । একই সঙ্গে, ব্যালটে কারচুপি, ব্যালট বাক্স ভাঙচুড়, রাস্তায় ব্যালট পেপার গড়াগড়ি খাওয়ার ছবিও ঘুরে বেরিয়েছে দিনভর । খোদ রাজ্য নির্বাচন কমিশন স্বীকার করে নিয়েছিল ভোট হিংসার বলি হয়েছেন 10 জন। সেই অশান্তি অব্যাহত থেকেছে ভোট গণনার দিনও। গণনার দিনও বিরোধীরা সরাসরি প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে ব্যালট কারচুপির অভিযোগ তুলেছে। এত কিছুর পরও অবশ্য দেখা গেল, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে কার্যত একচ্ছত্র আধিপত্য কায়েম করতে পেরেছে তৃণমূল কংগ্রেস । রাজ্য নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের একটিও জেলা পরিষদ দখল করতে পার না কোনও বিরোধী দলই ।