পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দলত্যাগ ঠেকাতে কালীঘাটের বাড়িতে বৈঠক ডাকলেন মমতা

আগামীকাল ফের কালীঘাটের বাড়িতে বৈঠকের ডাক দিলেন মমতা ব্যানার্জি । দলত্যাগ ঠেকাতে কড়া বার্তা দিতে পারেন বলে সূত্রের খবর ।

ফাইল ফোটো

By

Published : May 30, 2019, 10:34 PM IST

কলকাতা, 30 মে : ফের কালীঘাটের বাড়িতে বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামীকাল দলের কোর কমিটির বৈঠক হবে তাঁর বাড়িতে । এই বৈঠকে শীর্ষ নেতাদের পাশাপাশি জেলা সভাপতি ও পর্যবেক্ষকদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন তিনি । দলছুট ঠেকাতে আগামীকালের বৈঠক থেকে তিনি কড়া বার্তা দিতে পারেন বলে সূত্রের খবর।

নির্বচনী ফল খারাপ হওয়ার পর থেকেই তৃণমূলের অন্দরে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু হয়ে গেছে । সেইমতো দলের খারাপ ফলের কারণ খুঁজতে 15 মে কালীঘাটের বাড়িতে বৈঠক করেছিলেন তৃণমূল নেত্রী । সেই বৈঠকে দলীয় নেতাদের পরামর্শ দেওয়ার পাশাপাশি দলত্যাগ ঠেকাতে কড়া বার্তা দিয়েছিলেন । কিন্তু, তারপরও BJP-তে যোগ দেন শুভ্রাংশু রায়, মণিরুল ইসলামরা। যোগ দেন কয়েকটি পৌরসভার বেশ কয়েকজন কাউন্সিলর । এখনও কয়েকজনের BJP-তে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছে ।

এরই মধ্যে দলের ভাঙন রুখতে আগামীকাল 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে ফের বৈঠক ডাকলেন মমতা । এই বৈঠকে নেতাদের কড়া দাওয়াই দিতে পারেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details