পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Narada Case : হলফনামা নেয়নি কলকাতা হাইকোর্ট, সুুপ্রিম কোর্টের দ্বারস্থ মমতা - নারদ মামলা

সোমবার হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ সেই আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে শীর্ষ আদালতে ।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jun 22, 2021, 10:05 AM IST

কলকাতা ও দিল্লি, 22 জুন : কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে গতকালই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । সম্ভবত আজই সুপ্রিম কোর্টে শুনানি হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের । সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চে শুনানি হবে । বেঞ্চে থাকতে পারেন বিচারপতি হেমন্ত গুপ্ত ও বিচারপতি অনিরুদ্ধ বসু ।

নারদ মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে পার্টি করা হয় । কিন্ত তখন তাঁরা আলাদাভাবে হলফনামা জমা করেননি । পরে 9 জুন আদালতে হলফনামা জমা করতে গেলে, তা খারিজ হয়ে যায় । এরপর গতকাল হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন মমতা । আজ সেই আবেদনের শুনানি রয়েছে শীর্ষ আদালতে ।

প্রসঙ্গত, গত 17 মে নারদ মামলায় সিবিআই রাজ্যের 4 হেভিওয়েট নেতা সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম ,মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে । কলকাতা হাইকোর্টে দুটি বিষয়ে নিয়ে আবেদন জানিয়েছিল সিবিআই ৷ একটি হল চার হেভিওয়েট নেতার জামিন সংক্রান্ত ৷ এবং অপরটি হল, নারদ মামলা এ রাজ্য থেকে সরিয়ে অন্য রাজ্যে নিয়ে গিয়ে বিচার প্রক্রিয়া চালানো ।

আরও পড়ুন :হাসপাতাল থেকে বেরিয়ে লাল ধুতি-পঞ্জাবিতে গানে-রসবোধে রঙিন মদন

ABOUT THE AUTHOR

...view details