পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NRC নিয়ে কৌশল ঠিক করতে জরুরি বৈঠকের ডাক মমতার - meeting

NRC নিয়ে তৃণমূলের অবস্থান ও কৌশল কী হবে তা ঠিক করতে জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 20 ডিসেম্বর এই বৈঠকটি তৃণমূল ভবনে হবে ৷

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Dec 12, 2019, 3:28 PM IST

কলকাতা, 12 ডিসেম্বর : NRC নিয়ে তৃণমূলের অবস্থান ও কৌশল কী হবে তা ঠিক করতে জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 20 ডিসেম্বর ডাকা এই বৈঠকে দলীয় সাংসদ ও বিধায়কদের হাজির থাকতে নির্দেশ দিয়েছেন তিনি ৷ বৈঠকটি তৃণমূল ভবনে হবে ৷

ইতিমধ্যে, পাশ হয়ে গেছে নাগরিকত্ব সংশোধনী বিল ৷ সব রাজ্যে NRC হবেই জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ৷ তবে, NRC-র বিরুদ্ধে নিজেদের আন্দোলন জারি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বাংলায় কোনওভাবেই NRC করতে দেওয়া হবে না ৷ রাজ্যজুড়ে আন্দোলনের পাশাপাশি এই বিষয়টিকে নিয়ে সংসদে প্রতিবাদের ঝড় তুলেছেন তৃণমূলের সাংসদরা ৷

এমতাবস্থায় NRC-র বিষয়ে তৃণমূলের কৌশল কী হবে তা ঠিক করার জন্যই একপ্রস্থ বৈঠক সেরে নিতে চাইছেন তৃণমূল নেত্রী ৷ বিশেষ এই বৈঠক থেকেই পরবর্তী পর্যায়ের আন্দোলনের রূপরেখা তৈরি করবেন মমতা ৷ সদ্য তিনটি উপনির্বাচনের তিনটিতেই দারুণ জয় পেয়েছে তৃণমূল ৷ NRC-র বিরোধিতা করার ফল স্বরূপ তৃণমূলের এই জয় বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

ABOUT THE AUTHOR

...view details