কলকাতা, 21 জুলাই: একদিকে মঞ্চে চলছে সমাবেশ, ভাষণ দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । অন্যদিকে, ধর্মতলা সংলগ্ন কোনও এক প্রান্তে চলছে মাংস কষা। সেখানে বিভিন্ন জেলার দূর-দূরান্ত থেকে আসা তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা পিকনিক মুডে ৷ কেউ আবার সভা শুরুর আগে বা পরে ঘুরে নিচ্ছেন ভিক্টোরিয়া, চিড়িয়াখানার মতো কলকাতার দর্শনীয় স্থান ৷ তৃণমূলের শহিদ দিবস উদযাপনের দিন, শুক্রবার দিনভর এরকমই বিভিন্ন দৃশ্যের কোলাজ ধরা পড়েছে কলকাতার বিভিন্ন প্রান্তে ৷
21 জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ সমাবেশ ৷ রাজ্যের শাসক দলের এই মেগা ইভেনন্ট উপলক্ষে প্রতিবছরের মতো এবারও তৃণমূল কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছিলেন কলকাতায় ৷ শুক্রবার ধর্মতলায় সমাবেশে যোগ দেওয়ার ফাঁকে তাঁদেরই একাংশ ঘুরে দেখলেন ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানার মতো শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ৷ অনেকেই জানালেন, শহিদ সমাবেশে যোগ দিতে তাঁরা প্রতিবছরই আসেন কলকাতায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার আগে বা পড়ে সুযোগ মতো তাঁরা ঘুরে নেন শহরের নানা পর্যটনস্থল ৷
আরও পড়ুন: ভাঁড় হাতে নদিয়া থেকে লক্ষ্মী এলেন কলকাতায়