পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিষেধ সত্ত্বেও ভোটদান, বেলেঘাটায় বাড়ির গেটে বসল নীল-সাদা গুমটি - TMC

কথা না শোনার শাস্তি! মারোদিয়া পরিবারের অভিযোগ, গতকাল রাতে বাড়ির দরজার সামনে বসিয়ে দেওয়া হয়েছে নীল-সাদা গুমটি। পরিবারের তরফে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পর বেলেঘাটা থানার পুলিশ এসে সেই গুমটি সরিয়ে দেয় ।

বাড়ির সামনে নীল-সাদা গুমটি

By

Published : May 22, 2019, 10:22 PM IST

Updated : May 22, 2019, 11:18 PM IST

কলকাতা, 22 মে : ভোটের আগের দিন রাতে এসেছিল জনা কয়েক যুবক । হুমকি দিয়েছিল, যেন ভোট দিতে না যায় কেউ । কিন্তু, সে কথা শোনেননি কেউ । নিষেধ না মেনেই ভোট দেন সবাই । আর তার পরই শুরু 'চরম' পদক্ষেপ । মারোদিয়া পরিবারের অভিযোগ, রবিবার রাত থেকেই শুরু হয় মানসিক চাপ । অভিযোগ, রবিবারের পর থেকে পরিবারের লোকজন প্রায় গৃহবন্দী ।

'অত্যাচার'-এর মাত্রা চরম আকার নেয় । মারোদিয়া পরিবারের অভিযোগ, গতকাল রাতে বাড়ির দরজার সামনে বসিয়ে দেওয়া হয়েছে নীল-সাদা গুমটি। পরিবারের তরফে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পর বেলেঘাটা থানার পুলিশ এসে সেই গুমটি সরিয়ে দেয় ।

এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে । পরিবারের সদস্য মণীশ মারোদিয়ার দাবি, ''ভোট দিতে বারণ করা হয়েছিল। কিন্তু, আমরা না শোনায় এমন অত্যাচার করা হয় ।'' হুমকির ঘটনাটি মোবাইলে রেকর্ড করেছিলেন পরিবারের এক সদস্য । সেই ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে । সেই ভিডিয়োটি পুলিশের হাতে তুলে দেওয়া হয় । তবে, বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি পুলিশ । তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে BJP-র রাহুল সিংহ-এর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে থেকেই এলাকায় দুই দলের মধ্যে ঝামেলা চলছিল। স্থানীয়দের অভিযোগ, ভোট হারানোর ভয়ে এলাকার তৃণমূল কর্মীরা হুমকি দিচ্ছিলেন। অন্যদের মতো মণীশও তেমন হুমকির মুখে পড়েছিলেন।

Last Updated : May 22, 2019, 11:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details