পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kunal Ghosh : রাজু যন্ত্রণায় ছিলেন, প্রত্যক্ষদর্শীরা তথ্য গোপন করবেন না বলে আশা কুণালের - হেস্টিংস

বিজেপি-র রাজ্যের সদর দফতর হেস্টিংসে হাতাহাতি-সংঘর্ষের পর গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বিজেপির যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি রাজু সরকার ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ সেখানে তিনি জানিয়েছেন, রাজু ভাল ছিলেন না ৷

রাজু সরকারের মৃত্যুতে কুণাল ঘোষের টুইট
রাজু সরকারের মৃত্যুতে কুণাল ঘোষের টুইট

By

Published : Jul 27, 2021, 7:40 AM IST

Updated : Jul 27, 2021, 10:31 AM IST

কলকাতা, 27 জুলাই : বিজেপি-র সদর দফতর হেস্টিংসে বৈঠক চলছিল ৷ সে সময় দু'টি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের মাঝে অসুস্থ হয়ে পড়েন বিজেপি-র যুব মোর্চার সহ-সভাপতি রাজু সরকার ৷ পরে মারা যান তিনি ৷ বিরোধী দলের প্রতিনিধি হলেও রঙের রাজনীতি ভুলে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷

টুইটে তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে বিজেপি নেতা রাজু সরকার দেখা করতেন ৷ যোগাযোগ ছিল, হোয়্যাটসঅ্যাপেও কথাবার্তা হত দুই বিরোধী দলের নেতার মধ্যে ৷ তবে রাজু যন্ত্রণায় ছিলেন বলে দাবি করেছেন কুণাল ৷ বিজেপি-র সদর দফতরে কী ঘটেছে, তা নিয়ে নানা ধরনের খবর আসায় টুইটে ওই ঘটনা নিয়ে স্পষ্ট কিছু উল্লেখ করেননি তিনি ৷ তবে এই মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে পারছেন না জানিয়ে এর পিছনে বিজেপির অন্দরে রাজনৈতিক প্রতিহিংসার ইঙ্গিতকে উসকে দিয়েছেন তৃণমূল নেতা ৷ তবে তিনি আশা করছেন, ওই সময় ঘটনাস্থলে যাঁরা ছিলেন, তাঁরা "তথ্যগোপান বা বিকৃত" করবেন না ৷

আরও পডু়ন : BJP HASTINGS: হেস্টিংস অফিসে দুই গোষ্ঠীর হাতাহাতি-সংঘর্ষ, হৃদরোগে মৃত বিজেপি যুব নেতা

গতকাল বিজেপি-র রাজ্য সদর দফতর হেস্টিংসে দলীয় সাংগঠনিক বৈঠক ছিল ৷ বৈঠকের মাঝে দুই গোষ্ঠীর মধ্যে মতবিরোধ হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় ৷ উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ অসুস্থ হয়ে পড়েন যুব মোর্চার নেতা রাজু সরকার ৷ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ৷

রাজ্যে নির্বাচনের ফল বেরনোর পর থেকে হিংসাত্মক ঘটনা নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি, যার মধ্যে মুখ্য ভূমিকায় রয়েছে বিজেপি ৷ বারে বারে এ নিয়ে অভিযোগ জানাতে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন দলের শীর্ষ নেতৃত্বরা ৷ এমনকি সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের একটি দলও তাদের রিপোর্টে শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকেই আঙুল তুলেছে ৷ এই পরিস্থিতিতে অভিযোগকারী বিজেপির সাংগঠনিক বৈঠকে দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে আসা, তার মধ্যে বিজেপির যুব মোর্চার এমন অসুস্থ হয়ে মৃত্যু রাজ্যের ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তোলে ৷

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গতকাল জানিয়েছিলেন, তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখে জানাবেন ৷

Last Updated : Jul 27, 2021, 10:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details