কলকাতা, 27 জুলাই : বিজেপি-র সদর দফতর হেস্টিংসে বৈঠক চলছিল ৷ সে সময় দু'টি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের মাঝে অসুস্থ হয়ে পড়েন বিজেপি-র যুব মোর্চার সহ-সভাপতি রাজু সরকার ৷ পরে মারা যান তিনি ৷ বিরোধী দলের প্রতিনিধি হলেও রঙের রাজনীতি ভুলে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷
টুইটে তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে বিজেপি নেতা রাজু সরকার দেখা করতেন ৷ যোগাযোগ ছিল, হোয়্যাটসঅ্যাপেও কথাবার্তা হত দুই বিরোধী দলের নেতার মধ্যে ৷ তবে রাজু যন্ত্রণায় ছিলেন বলে দাবি করেছেন কুণাল ৷ বিজেপি-র সদর দফতরে কী ঘটেছে, তা নিয়ে নানা ধরনের খবর আসায় টুইটে ওই ঘটনা নিয়ে স্পষ্ট কিছু উল্লেখ করেননি তিনি ৷ তবে এই মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে পারছেন না জানিয়ে এর পিছনে বিজেপির অন্দরে রাজনৈতিক প্রতিহিংসার ইঙ্গিতকে উসকে দিয়েছেন তৃণমূল নেতা ৷ তবে তিনি আশা করছেন, ওই সময় ঘটনাস্থলে যাঁরা ছিলেন, তাঁরা "তথ্যগোপান বা বিকৃত" করবেন না ৷
আরও পডু়ন : BJP HASTINGS: হেস্টিংস অফিসে দুই গোষ্ঠীর হাতাহাতি-সংঘর্ষ, হৃদরোগে মৃত বিজেপি যুব নেতা