কলকাতা, 23 জুলাই:রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির তিন ঘণ্টা বাদে নীরবতা ভাঙলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । তবে সরাসরি প্রতিক্রিয়া না দিয়ে পলাতক ব্যবসায়ী নীরব মোদির প্রসঙ্গ টেনে এনে বিজেপিকে পালটা আক্রমণ করলেন তিনি ৷ সংবাদমাধ্যমে তিনি জানান, দল গোটা পরিস্থিতির উপর নজর রাখছে । সঠিক সময়েই সামগ্রিক বিষয়ে প্রতিক্রিয়া জানাবে । একইসঙ্গে তাঁর সংযোজন, অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে 21 কোটি টাকা পাওয়া গিয়েছে ৷ এর দায় তৃণমূল কংগ্রেস নেবে না । যে টাকার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই তা নিয়ে কীভাবে দল প্রতিক্রিয়া দেব ? (TMC spokesperson Kunal Ghosh claims TMC has no connection with Partha-Arpita) ।
এই সুযোগে বিরোধীদের কটাক্ষ করতেও ছাড়েননি রাজ্যসভার এই প্রাক্তন সাংসদ। তিনি বলেন, "গতকাল নীরব মোদির যে অর্থ ইডি বাজেয়াপ্ত করেছে তা নিয়ে কি বিজেপি প্রতিক্রিয়া দেবে ? বহু ভালো কাজ হয় ৷ আবার কখনও কখনও খারাপ ঘটনা নিশ্চিত ভাবে নজরে চলে আসে ।"
আরও পড়ুন: "হিম্মত থাকলে সিজিও কমপ্লেক্সে ধরনায় বসুন মুখ্যমন্ত্রী", মমতাকে আক্রমণ সুজনের