কলকাতা, 29 মে: দলীয় সভায় দক্ষিণ 24 পরগনায় গিয়ে রবিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম সোনারপুরে । শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের ভিডিয়ো তুলে ধরে ক্ষমা চাইতে বলল তৃণমূল কংগ্রেস । সোমবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । তাঁদের দাবি, রাজ্যের মানুষের কাছে এই ভুল তথ্য পরিবেশনের জন্য শুভেন্দু অধিকারীকে 24 ঘণ্টার মধ্যে ভুল স্বীকার করতে হবে । শুধু ভুল তথ্য পরিবেশনই নয়, এই বক্তব্যে দেশের কাছে বাংলার মানুষের সম্মান নষ্ট হয়েছে বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফে ।
এদিন সাংবাদিক বৈঠকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "সুভাষচন্দ্র বসু সোনারপুরে জন্মগ্রহণ করেছেন । সবাই জানে তিনি ওড়িশার কটক শহরে জন্মেছিলেন । এই বক্তব্যের জন্য শুভেন্দুর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত । এর আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছিল, রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে জন্মেছে । নেতাজি নিয়ে বিকৃত তথ্য দেওয়ার জন্য অবিলম্বে 24 ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়া উচিত শুভেন্দুর । দিলীপ ঘোষ সহজপাঠ ও বর্ণপরিচয় গুলিয়ে ফেলেছিলেন । তিনি বলেছিলেন সহজপাঠের জন্য বিখ্যাত বিদ্যাসাগর ৷ এর জন্য ক্ষমা চাইবে না ? 24 ঘণ্টার মধ্যে শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাইতে হবে ৷"