পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC on Sadhvi Niranjan: 'আপনি একের পর এক মিথ্যা বলে যাচ্ছেন', সাধ্বী নিরঞ্জনকে পালটা জবাব তৃণমূলের - Krishi bhavan Delhi protest

বুধবার গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন দাবি করেন, তিনি তৃণমূল নেতা, সাংসদ ও মন্ত্রীদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ৷ তৃণমূল নেতাদের কারণেই দেখা হয়নি। এবার জবাব দিল বাংলার শাসকদল ৷

ETV Bharat
মন্ত্রী সাধ্বী নিরঞ্জন ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 7:42 AM IST

Updated : Oct 5, 2023, 9:05 AM IST

কলকাতা, 5 অক্টোবর: রাজধানীতে গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জনের সঙ্গে দেখা করতে গিয়ে হেনস্তা হতে হয়েছে তৃণমূল সাংসদ, নেতা, মন্ত্রীদের ৷ বাদ যাননি প্রাপ্য টাকা আদায়ে যাওয়া সাধারণ মানুষও ৷ এই ঘটনার একদিন পর কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী দাবি করলেন, কৃষিভবনে তৃণমূলের মন্ত্রী, সাংসদ, নেতাদের সঙ্গে তিনি দেখা করতে চেয়েছিলেন ৷ তাঁর নিজের কার্যালয়ে আধ ঘণ্টা অপেক্ষাও করছিলেন ৷ এ নিয়ে তৃণমূল তাঁর বিরুদ্ধে মিথ্যা বলছে বলেও অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর ৷

এর পালটা জবাব দিতে দেরি করল না তৃণমূল ৷ বুধবারই সোশাল মিডিয়ায় দলের তরফে লেখা হয়, "আপনি একের পর এক মিথ্যা বলছেন ৷ নির্ধারিত সময় অনুযায়ী কৃষিভবনে আমাদের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছিল ৷ আমাদের দু'ঘণ্টা ধরে অপেক্ষা করিয়ে রেখেছিলেন ৷ এরপর পিছনের দরজা দিয়ে চুপিচুপি পালিয়ে গিয়েছেন ৷ শুধু তাই নয়, আমাদের প্রতিনিধি দলের উপর দিল্লি পুলিশ হামলা চালিয়েছে ৷ এমনকী বঞ্চিত মানুষদেরও হেনস্তা করা হয়েছে ৷ এদিকে আপনি প্রকাশ্যে মিথ্যা বলে যাচ্ছেন ৷"

তৃণমূলের অভিযোগ, সাধ্বী নিরঞ্জন তাঁদের আড়াই ঘণ্টা ধরে অপেক্ষা করিয়ে শেষে দেখা তো করেননি ৷ উলটে পিছনের দরজা দিয়ে পালিয়ে যান ৷ এই অভিযোগ অস্বীকার করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ৷ বুধবার সন্ধ্যায় কানপুরে সাংবাদিকদের তিনি জানান, তৃণমূল নেতারা তাঁর বিরুদ্ধে মিথ্যে বলছেন ৷ তিনি পালটা অভিযোগ করেন, তৃণমূলের সাংসদরা সমস্যার সমাধান করতে আসেননি ৷ তিনি রাজি থাকলেও নেতা-সাংসদদের কারণেই দেখা হয়নি ৷

কী বললেন সাধ্বী নিরঞ্জন ?

কেন্দ্রীয় মন্ত্রী প্রকল্পগুলিতে দুর্নীতির অভিযোগ তোলেন ৷ তিনি বলেন, "আমি ছ'টার সময় আমার কার্যালয়ে পৌঁছে গিয়েছিলাম ৷ মনরেগায় দুর্নীতি হয়েছে ৷ অনেকে তা স্বীকার করেছেন ৷ আমি ওঁদের বললাম, দুর্নীতি হয়েছে, আপনারা এর সমাধান করুন ৷ আমি টাকা দিয়ে দিচ্ছি ৷ "

তিনি আরও বলেন, "প্রথমে তাঁরা 5 জনের দেখা করার কথা বলেছিলেন ৷ পরে অভিষেক-সহ 6 জনের কথা বলেন ৷ আমি তাতেও রাজি ছিলাম ৷ তারপর বললেন 10 জন আসব ৷ আমি বললাম, ঠিক আছে ৷ এরপর বললেন, সবাই আসব ৷ আমি তাও মেনে নিয়েছিলাম ৷ আমার আপ্তসহায়ক বারবার ওঁদের কথা বলার জন্য ডাকছিলেন ৷ এরপর ওঁরা জনতার সঙ্গে দেখা করতে বলেন ৷ তখন আমি বলি, আপনারা প্রদেশ সরকারের পক্ষ থেকে এসেছেন ৷ আগে দুই সরকারের মধ্যে কথা হোক ৷ কিন্তু ওঁরা কিছুই সমাধান করতে চাননি ৷"

সাধ্বী নিরঞ্জনের অভিযোগ, মনরেগায় দুর্নীতির জন্যই তৃণমূলের মন্ত্রী, সাংসদরা কথা বলতে চাননি ৷ একশো দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পের বকেয়া টাকা আদায়ে দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি করে পশ্চিমবঙ্গের শাসকদল ৷ 3 অক্টোবর সকালে যন্তরমন্তরে শান্তিপূর্ণ ধরনার পর সন্ধ্যায় কৃষিভবনে যায় তৃণমূলের সাংসদ ও বঞ্চিত উপভোক্তাদের একটি প্রতিনিধি দল ৷ মঙ্গলবার সন্ধ্যায় লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, রাজ্যসভা সাংসদ দোলা সেন-সহ সাংসদরা কৃষিভবনে প্রতিমন্ত্রী নিরঞ্জন সাধ্বীর সঙ্গে দেখা করতে যান ৷ আগে থেকে এই সাক্ষাতের সময় নির্ধারিত করা ছিল ৷ তাঁদের সঙ্গে ছিলেন রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পে টাকা না-পাওয়া সাধারণ মানুষও ৷

আরও পড়ুন: কলকাতায় ফিরেই গিরিরাজের দাবি ওড়ালেন অভিষেক

Last Updated : Oct 5, 2023, 9:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details