পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধর্ষক-খুনিদের মুক্তি দেওয়াই বিজেপির গুজরাত মডেল, বিলকিস বানো মামলা নিয়ে তোপ তৃণমূলের - বিজেপির গুজরাত মডেল

Bilkis Bano Case: বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি খারিজ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর বিজেপির সমালোচনা করল তৃণমূল কংগ্রেস ৷ এই নিয়ে বাংলার শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ধর্ষক-খুনিদের মুক্তি দেওয়াই বিজেপির গুজরাত মডেল ৷

Bilkis Bano Case
Bilkis Bano Case

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2024, 2:37 PM IST

Updated : Jan 8, 2024, 2:43 PM IST

কলকাতা, 8 জানুয়ারি: বিলকিস বানোর ধর্ষকদের মুক্তির নির্দেশ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ তাঁদের দু’সপ্তাহের মধ্যে জেলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ আর এই নিয়ে সরাসরি বিজেপিকে তোপ দাগল তৃণমূল কংগ্রেস ৷ বাংলার শাসক দলের বক্তব্য, ধর্ষক-খুনিদের মুক্তি দেওয়াই আসলে বিজেপির গুজরাত মডেল ৷

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ ৷ তিনিই দলের তরফে এই অভিযোগ তোলেন ৷ তাঁর কথায়, ‘‘ধর্ষকদের ছেড়ে দাও, খুনিদের ছেড়ে দাও, মহিলাদের সম্মান দিও না, এটাই গুজরাত মডেল ৷’’

এ দিনের সাংবাদিক বৈঠকে সন্দেশখালির ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধে প্রথমে তোপ দাগেন কুণাল ৷ দাবি করেন, সেদিন তদন্তে যাওয়া এক ইডি আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে ৷ সেই অভিযোগের তদন্ত করছে সিবিআই ৷ এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের বক্তব্য জানানোর পরই কুণাল ঘোষ বিলকিস বানো মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে তিনি দলের বক্তব্য তুলে ধরেন ৷

কুণাল বলেন, ‘‘সুপ্রিম কোর্ট আজ গুজরাতে বিলকিস বানো মামলায়...বিলকিস বানোর পরিবারকে যেভাবে বিজেপিপন্থীরা ধর্ষণ করেছিল, খুন করেছিল, তাদের মধ্যে 11 জন, যারা শাস্তিপ্রাপ্ত, তাদের 2022 সালে গুজরাত সরকার সসম্মানে মুক্তি দিয়েছিল জেল থেকে ৷’’ কুণালের দাবি, ‘‘কেঁপে উঠেছিলেন বিলকিস বানো, ‘আমার উপর যারা অত্যাচার করল, আমার পরিবারকে যারা শেষ করল, তাদের রাজকীয় সংবর্ধনা দিয়ে জেল থেকে বের করা হল ৷’ কে ছেড়েছে - বিজেপি ৷ ধর্ষণের অভিযোগ কাদের বিরুদ্ধে - বিজেপিপন্থীদের বিরুদ্ধে ৷ শাস্তি দিয়েছিল কে - আদালত ৷ মুক্তি দিয়েছিল কে বিজেপির গুজরাত সরকার ৷’’

এর পর তিনি সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গ ধরে বিজেপির সমালোচনা করেন ৷ কুণাল বলেন, ‘‘আজ সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছে, বিজেপি সরকার পুরো প্রক্রিয়াকে মিসলিড করার চেষ্টা করেছে ৷ তাদের মুক্তি খারিজ করে দিয়েছে এবং এই 11 জনকে অবিলম্বে জেলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ৷ এর থেকে বোঝা যায় মহিলাদের সম্মান, তা বিজেপির কাছে বড় নয় ৷ এই বিজেপি নেতাদের আইনশৃঙ্খলা, মহিলাদের সম্মান, সংখ্যালঘু সুরক্ষা নিয়ে কথা বলার কোনও অধিকার নেই ৷ ...ধর্ষকদের ছেড়ে দাও, খুনীদের ছেড়ে দাও, মহিলাদের সম্মান দিও না, এটাই গুজরাত মডেল ৷’’

আরও পড়ুন:

  1. বিলকিস-মামলায় বড় ধাক্কা গুজরাত সরকারের, দোষীদের মুক্তির সিদ্ধান্ত খারিজ সুপ্রিম কোর্টে
  2. সন্দেশখালিতে যাওয়া ইডি আধিকারিকের বিরুদ্ধে চলছে সিবিআই তদন্ত, দাবি কুণাল ঘোষের
  3. ‘পাতলা বরফের ওপর দাঁড়িয়ে আছেন’, বিলকিস মামলায় গুজরাত সরকারকে তিরস্কার সুপ্রিম কোর্টের
Last Updated : Jan 8, 2024, 2:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details