কলকাতা, 9 মে : দেশের করোনা পরিস্থিতিতে সংসদীয় কমিটির সমস্ত আলোচনা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হোক এই মর্মে লোকসভার অধ্যক্ষ ও রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস । রবিবার তৃণমূলের তরফে ডেরেক ও'ব্রায়েন এই চিঠি পাঠিয়েছেন ৷
এই মুহূর্তে দেশে ভয়াবহ আকার নিয়েছে করোনার সংক্রমণ । প্রতিদিন নিয়ম করে তিন থেকে চার লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন । এই অবস্থায় তৃণমূল কংগ্রেস মনে করে, এই অবস্থায় সংসদীয় সমস্ত কমিটির বৈঠক ভার্চুয়াল হোক । এই নিয়েই রবিবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুকে চিঠি দিল তৃণমূল ।