নয়াদিল্লি, 16 মার্চ:সংসদের অধিবেশন চলাকালীন নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien) এবং দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Ray) ৷ যৌথ সাংবাদিক সম্মেলনের মঞ্চ থেকে এদিন প্রথমবার আদানি ইস্যুতে কেন্দ্রের শাসকদলকে বিঁধল তৃণমূল ৷ ডেরেক এদিন সাংবাদিক সম্মেলনে জানান, সংসদের দুই কক্ষে বিশৃঙ্খলা করে বিরোধীদের প্রশ্ন এড়িয়ে যেতে চাইছে কেন্দ্রীয় সরকার (TMC said Govt orchestrating disruptions in Parliament to sidestep issues raised by Opposition) ৷
সাংবাদিক সম্মেলনে ডেরেক এদিন বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ সংসদকে ডিপ ডার্ক চেম্বারে পরিণত করেছেন ৷ ওরা সংসদকে সুষ্ঠভাবে চলতে দিতে চায় না ৷ কারণ সংসদ এবং মানুষ উভয়ের কাছেই ওরা সমানভাবে দায়ী ৷ আর মানুষের দুর্ভোগের দায় ওরা নিতে চায় না বলে সংসদকে অচল করার চেষ্টা করছে ৷"
ডেরেক অভিযোগের সুরে জানান, প্রায় চার বছর ধরে সংসদের নিম্ন কক্ষ চলছে ডেপুটি স্পিকার ছাড়াই ৷ রাজ্যসভা হোক কিংবা লোকসভা, সংসদের কোনও কক্ষেই 2016 থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনও প্রশ্নের উত্তর প্রদান থেকে বিরত থেকেছেন ৷ ডেরেকের সঙ্গে এদিন সাংবাদিক সম্মেলনে ছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা দমদমের সাংসদ সৌগত রায় ৷