কলকাতা, 6 ডিসেম্বর: কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের বক্তব্যের পালটা কড়া সমালোচনা করল তৃণমূল কংগ্রেস। বুধবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আজকাল অন্য কোনও গ্রহে বাস করছেন। গোটা বাংলা দুর্নীতিতে ডুবে।" যার পালটা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "ফিল্ম ফেস্টিভ্যাল গতকাল শুরু হয়েছে। যার জন্য দেশ-বিদেশের বিভিন্ন প্রদেশের মানুষ এসেছেন। সলমন খানও এসেছিলেন। আমরা অবাক হলাম এটা দেখে যে, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং যে ভাষায় কথা বললেন। এটা যথাযথ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল অনেকের অনুরোধে পা মিলিয়েছেন। বিশেষ করে সলমন খানের অনুরোধে। তা নিয়ে যে ভাবে মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হল সেটা ন্যক্কারজনক।"
এদিন সংসদের অধিবেশনের পর কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, "গরিবের অধিকার ছিনিয়ে নিয়ে দুর্নীতি হচ্ছে। আর উনি ফিল্ম ফেস্টিভ্যালে সলমন খানের সঙ্গে ঠুমকা লাগাচ্ছেন। এটা দুর্ভাগ্যজনক।" কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্য এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। যদিও পরে কেন্দ্রীয় মন্ত্রী নিজে জানান, তিনি 'ঠুমকা' কথাটি বলেননি। তারপরেও এই নিয়ে সরব হয়েছে তৃণমূল। এদিন চন্দ্রিমা ভট্টাচার্য আরও বলেন, "এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটা অত্যন্ত অপমানজনক কথা। একটা নারীকে অপমান করা মানে নিজের মা'কে অপমান করা। এই ধরণের নারী বিদ্বেষ সহ্য করবে না রাজ্যের মানুষ।"
এই বিষয় নিয়ে এদিন মুখ খুলেছেন রাজ্যের অপর এক মন্ত্রী শশী পাঁজাও। তিনি বলেন, "2021 সালে বারবার মোদি বাংলায় এসেছিলেন। যে ভাষায় তিনি তখন 'দিদি ও দিদি' বলেছিলেন তা বেশ অশালীন ছিল। একই পরম্পরা চলছে। এই গিরিরাজ সিং মহিলাদের টাকা বন্ধ করে দিয়েছেন অন্যায়ভাবে। তাঁরাই আজ এই কথা বলছেন।" শশী পাঁজার কথায়, "বিজেপি যে মহিলাদের বিরুদ্ধে তার প্রমাণ, এখনও নিজের সংসদ পদে বহাল আছেন ব্রিজভূষণ। এরা নারীকে সম্মান করবে ? এরা নারী বিদ্বেষী। বাংলা তার নিজের মেয়েকে চায়। ভারত নিজের মেয়েকে সম্মান করতে জানে। মা বোনেদের সম্মান জানাতে কি ওদের সমস্যা আছে ?"
তিনি আরও বলেন, "এটা বিজেপির পিছিয়ে থাকা মানসিকতার পরিচয়। কোনও মহিলাকে অসম্মান করার অধিকার নেই বিজেপির। এই মন্তব্যের জন্য গিরিরাজ সিং ক্ষমা চাইলেও তাঁর দোষ এতটুকু কমবে না।" এদিকে এই বিষয় নিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও। সোশাল মিডিয়ায় এক ভিডিয়ো পোস্ট করে তিনি বলেন, "মাননীয় মন্ত্রীকে বলতে চাই, আপনার এবং অন্যান্য বিজেপি নেতাদের মতো নারী বিদ্বেষ বাংলায় নেই বলেই আমরা উত্সব পালন করি। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে শেখাবেন, কী উচিত আর কী উচিত নয় ? আমি বলছি কোনটা উচিত নয়। বাংলার কোটি কোটি মানুষকে 100 দিনের কাজের টাকা পায়নি এবং আপনার মন্ত্রক তাদের বঞ্চিত করছে। বাংলার গরীব মানুষের আবাস যোজনার কোটি কোটি টাকাও আপনারা আটকে রেখেছেন। এরপরও কীভাবে আপনার সাহস হয়, আমাদের কোনটা উচিত, কোনটা অনুচিত বলার ? আমাদের রাজ্যে আমরা উত্সব করি, মন খুলে হাসি, আমাদের সংস্কৃতি, আমাদের সিনেমা, আমাদের বিনোদন উপভোগ করি। এটা আপনারা বিজেপির লোকেরা কোনওদিন বুঝবেন না। তাই বাংলায় কোনওদিন জিততেও পারবেন না।"