পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Replied to BJP: 144 ধারা ভেঙে ধরনা নয়, বিজেপিকে পালটা জবাব তৃণমূলের - শুভেন্দু অধিকারী

রাজভবন চত্বরে 144 ধারা নিয়ে বিজেপির পালটা জবাব দিল তৃণমূল কংগ্রেস। রবিবার ধরনা মঞ্চের পাশে দাঁড়িয়ে পালটা প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বিজেপি যখন রাজভবন চত্বরে 72 জন বিধায়ক নিয়ে মিছিল করে তখন 144 ধারা লঙ্ঘন হয় না কেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন কুণাল ৷

কুণাল ঘোষ
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 7:42 PM IST

বিজেপিকে পালটা জবাব তৃণমূলের

কলকাতা, 8 অক্টোবর: রাজভবন চত্বরে 144 ধারা জারি থাকে সারা বছর ৷ সেখানে এমন রাজনৈতিক দলের ধরনা-অবস্থান কর্মসূচি কীভাবে চলতে পারে, সেই প্রশ্ন তুলে সরব হয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রশ্ন তুলে সরাসরি রাজ্যপালের কাছে তিনি জানতে চেয়েছিলেন, তৃণমূলের এই কর্মসূচি নিয়ে রাজ্যপাল কী পদক্ষেপ নেন, তা দেখার জন্য তিনি অপেক্ষা করছেন।

একইসঙ্গে, বিরোধী দলনেতা বলেন, "রাজ্যপাল যদি রাজভবন চত্বরে 144 ধারা থাকা সত্ত্বেও ধরনা অবস্থানের ব্যাপারে সোমবারের মধ্যে কোনও ব্যবস্থা না নেন, তাহলে আমি বিধায়কদের নিয়ে রাজভবন অভিযান করব।" শুভেন্দু অধিকারী দাবি করেন, একদিকে রাজভবন চত্বরে 144 ধারা অমান্য করে ধরনা, বিক্ষোভ, জমায়েত এবং অন্যদিকে রাজ্যপালের কাজে বাধা দেওয়ার ব্যাপারে অবিলম্বে রাজ্যপালের উচিত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

এবার এর পালটা জবাব দিল তৃণমূল কংগ্রেস। রবিবার ধরনা মঞ্চের পাশে দাঁড়িয়ে পালটা প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন তিনি বলেন, "বিজেপি যখন রাজভবন চত্বরে 72 জন বিধায়ক নিয়ে মিছিল করে তখন 144 ধারা লঙ্ঘন হয় না !" প্রসঙ্গত, এদিন ধরনা মঞ্চের পাশেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সেখানেই তিনি বলেন, "রাজ্যের বকেয়া আদায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধরনা কর্মসূচি হিট। আর তা দেখে বিজেপির গাত্রোদাহ হচ্ছে। সেই কারণে বিজেপি নেতারা এই সব অভিযোগ করছেন। আর রাজভবনও সেই তালে তাল দিচ্ছে। অথচ বিজেপি যখন তাদের 72 জন বিধায়ক নিয়ে রাজভবন চত্বরে মিছিল করে, তখন 144 ধারার কথা মনে থাকে না !"

আরও পড়ুন: 144 ধারার মধ্যে মঞ্চ বেঁধে কীভাবে অভিষেকদের ধরনা ? মুখ্যসচিবকে চিঠি রাজ্যপালের

প্রসঙ্গত, এই 144 ধারা জারি থাকার পরেও অভিষেকের কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছেন রাজ্যপাল। তিনি এই নিয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছ থেকে জবাবও তলব করেছেন। তবে এইসবের মাঝেও কিন্তু 144 ধারা ভঙ্গ করে ধরনা নিয়ে রাজনৈতিক তরজা থামার নাম নেই।

ABOUT THE AUTHOR

...view details