পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের কর্মচারী সংগঠনের দায়িত্ব থেকে সরানো হল শুভেন্দুকে - Suvendu Adhikari

এর আগে পরিবহন দপ্তরের মন্ত্রিত্বের পাশাপাশি এইচআরবিসি এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের দায়িত্বভার ছেড়েছেন তিনি । সবকিছু মিলিয়ে শুভেন্দুর সঙ্গে দলের যে আরও দূরত্ব বাড়ল তা একপ্রকার স্পষ্ট ।

ছবি
ছবি

By

Published : Dec 3, 2020, 10:53 PM IST

কলকাতা, 3 ডিসেম্বর : সরকারি কমিটির পরে অবশেষে দলের তরফ থেকে ডানা ছাঁটা শুরু হল শুভেন্দু অধিকারীর । তৃণমূলের কর্মী সংগঠনের দায়িত্ব থেকে সরানো হল তাঁকে । জানা গেছে, শুভেন্দু অধিকারীর ওই পদে পুনর্বহাল করা হচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে ।

গত বছর জুনে তৃণমূল কংগ্রেস কর্মচারী ফেডারেশনের দায়িত্বভার পেয়েছিলেন শুভেন্দু অধিকারী । ওই পদে আগে ছিলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । কোরোনা - লকডাউনের আগে কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠকও করেছিলেন তিনি । কিন্তু দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার কারণে দায়িত্বভার যথাযথভাবে পালন করতে পারছিলেন না বলে অভিযোগ । তা সত্ত্বেও স্বপদে বহাল ছিলেন শুভেন্দু । কিন্তু গত দু'দিন বদলেছে প্রেক্ষাপট । শুভেন্দুর উপরে আর দলের কর্মচারী সংগঠন ভরসা রাখতে পারছে না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব । জানা গেছে, শুভেন্দুর জায়গায় আবারও ফিরিয়ে আনা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে ।

1 ডিসেম্বর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর, সৌগত রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দুর বৈঠকের পর ইতিবাচক বার্তা পেয়েছিল তৃণমূলের কর্মী-সমর্থকেরা । কিন্তু তার পরের দিন দুপুরের পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে । মূল মধ্যস্থতাকারী সৌগত রায়কে হোয়াটসঅ্যাপ এসএমএস করে জানিয়ে দেন তাঁর পক্ষে একসঙ্গে কাজ করা মুশকিল । এই ঘটনার পর রীতিমতো বিড়ম্বনায় পড়ে রাজ্যের শাসকদল । এই পরিস্থিতির মধ্যেই তৃণমূল কংগ্রেসের কর্মচারী ফেডারেশনের মেন্টরের পদ থেকে সরানো হল শুভেন্দুকে । প্রসঙ্গত এর আগে পরিবহন দপ্তরের মন্ত্রিত্বের পাশাপাশি এইচআরবিসি এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের দায়িত্বভার ছেড়েছেন তিনি । সবকিছু মিলিয়ে শুভেন্দুর সঙ্গে দলের যে আরও দূরত্ব বাড়ল তা একপ্রকার স্পষ্ট ।

ABOUT THE AUTHOR

...view details