কলকাতা, 2 ডিসেম্বর:মেখলিগঞ্জে চাকরি করতে গিয়ে বাড়ি ভাড়া পাচ্ছেন না নিয়োগ দুর্নীতি মামলায় আন্দোলনের মুখ ববিতা সরকার । তিনি জানান, থাকার জন্য কেউ বাড়ি ভাড়া দিতে চাইছেন না তাঁকে । দুটি ক্ষেত্রে তাঁকে মৌখিকভাবে বাড়িভাড়া দেওয়ার বিষয়টি ঠিক হয়ে যাওয়ার পরও তা বাতিল করা হয়েছে । প্রসঙ্গত, আদালতের রায়ে পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি পেয়েছেন ববিতা সরকার । এই মুহূর্তে ঘর না পাওয়ায় সমস্যায় জর্জরিত হয়ে আবারও আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন তিনি ।
যদিও এই তথ্য প্রকাশ্যে আসতেই তাঁকে সাহায্যের আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতৃত্ব (TMC Ready to Help Babita)। শুক্রবার তৃণমূল কংগ্রেস মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "যদি এমন ঘটনা ঘটে থাকে, তা হওয়া উচিত নয় । ববিতা সরকার ন্যায্য চাকরি পেয়েছেন । তিনি যাবেন, তিনি থাকবেন । কেন ভাড়া পাবেন না ! আমার মনে হয় অন্য কোথাও টেকনিক্যাল প্রবলেম হচ্ছে । যদি সত্যিই তাঁর ভাড়া পেতে অসুবিধা হয়, আমি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ওইখানে যাঁরা দলের কর্মী সমর্থক রয়েছেন তাঁদের কাছে বলব, তিনি যাতে ভাড়া পান তার জন্য আপনারা সাহায্য করুন ।"