কলকাতা, 28 এপ্রিল: নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় দেশের শীর্ষ আদালতের বিচারপতি বদলের রায়কে শুক্রবার স্বাগত জানাল তৃণমূল কংগ্রেস । একই সঙ্গে তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, অন্যায় করলে তদন্ত হবে বা শাস্তি হবে ৷ এই নিয়ে রাজ্যের শাসকদলের কিছু বলার নেই । এক্ষেত্রে বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রাখছে জোড়াফুল নেতৃত্ব ।
প্রসঙ্গত, এদিনই একটি টিভি চ্যানেলে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলাকালীন ইন্টারভিউ দেওয়াকে কেন্দ্র করে হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানায় দেশের শীর্ষ আদালত । এরপরই এই রায় নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন তিনি । একইভাবে কলকাতায় বসেও দেশের শীর্ষ আদালতের এই রায়কে স্বাগত জানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এবং দলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন ।
এই বিষয়ে দলের মুখপাত্র তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশকে আমরা স্বাগত জানাচ্ছি । সেই সঙ্গে বলছি বিচার ব্যবস্থা এবং বিচারপতিদের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে । যদি কেউ যদি কোথাও কোনও অন্যায় করে থাকে তাদের বিরুদ্ধে তদন্ত হবে, শাস্তি হবে-সবই চলবে । কিন্তু বিচারপতির সিংহাসনকে মিস ইউজ করে যদি তার ব্যক্তিগত উইশ লিস্ট সামনে রেখে একটি দল বা আমাদের নেতা-নেত্রীদের ইঙ্গিত করে প্রত্যক্ষ রাজনৈতিক ধারণা তৈরি করে দিতে চান জনমানসে, সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ তো থাকবেই । এর সঙ্গে মূল মামলা বা তদন্তের কোনও সম্পর্ক নেই । আমরা সবিনয়ে সেই প্রতিবাদটা বারবার করেছি । এই প্রতিবাদের মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট ।"