পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Reacts on Train Cancellation: ভয় পেয়েই ট্রেন বাতিল কেন্দ্রের, বলছে তৃণমূল নেতৃত্ব - দিল্লিতে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি

শনিবার হাওড়া থেকে ট্রেনে করে দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার কথা ছিল তৃণমূল নেতা-কর্মীদের ৷ কিন্তু শুক্রবার রেলের তরফে সেই বিশেষ ট্রেন দেওয়ার সিদ্ধান্ত বাতিল করায় ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল নেতৃত্ব ৷

ETV Bharat
ফাইল ছবি

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 8:31 PM IST

Updated : Sep 29, 2023, 11:07 PM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর: 100 দিনের কাজ, আবাস যোজনার মতো প্রকল্পে রাজ্যের বকেয়া পাওনা আদায়ের দাবিতে দিল্লিতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ 2 ও 3 অক্টোবরের ওই কর্মসূচির জন্য 30 সেপ্টেম্বর হাওড়া থেকে বিশেষ ট্রেনের জন্য রেলকে চিঠি দিয়েছিল তৃণমূল ৷ কিন্তু শুক্রবারই ওই বিশেষ ট্রেনের অনুমতি দিয়েও বাতিল করে দিয়েছে রেল ৷ এই বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ তাদের দাবি, বিজেপি ভয় পেয়েছে তারই প্রমাণ এই ট্রেনের অনুমতি বাতিল ৷

দলীয় সাংসদ, বিধায়ক, জেলা পরিষদ সভাধিপতি-সহ 100 দিনের কর্মীদের নিয়ে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল ৷ তার জন্যই ট্রেন চাওয়া হয়েছিল রেল বিভাগের কাছে ৷ তৃণমূলের দাবি, ভয় থেকেই ট্রেন বাতিলের মতো পদক্ষেপ করেছে কেন্দ্রের শাসকদল। এদিন রেলের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর একের পর এক তৃণমূল নেতা প্রতিক্রিয়া দিয়েছেন ৷ কুণাল ঘোষ, তাপস রায় থেকে শুরু করে ব্রাত্য বসু সকলেই এই ইস্যুকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে একহাত নিয়েছেন । এমনকি টুইট বার্তা মারফত এই নিয়ে সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ।

এক্স হ্যান্ডেলে এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, "প্রতারণার চরমতম নিদর্শন: বিজেপি সরকার নির্লজ্জভাবে বিশেষ ট্রেন দেওয়ার অনুমতি প্রত্যাখ্যান করেছে । ন্যায্য পাওনার দাবিতে প্রতিবাদ করতে চেয়েছিল বাংলার মানুষ, কিন্তু তাকে আটকাতে যে পদক্ষেপ দেখা যাচ্ছে তাতে নিশ্চিত ভয় পেয়েছে । পশ্চিমবঙ্গের মানুষকে ভয় পেতে দেখলে ভালো লাগে ।" অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এই দিন কুণাল ঘোষ এই নিয়ে সুর চড়িয়েছেন ৷ তাঁর কথায়, বাংলার মানুষ দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তাদের দাবি নিয়ে আন্দোলন করতে মানুষ কলকাতায় এসে জড়ো হয়েছেন । কিন্তু শেষ মুহূর্তে তৃণমূল কংগ্রেস তাদের দিল্লি নিয়ে যাওয়ার জন্য যে ট্রেন বুক করেছিল সেটিকে বাতিল করে দিয়েছে পূর্ব রেল । এর থেকে বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিকে ভয় পাচ্ছে বিজেপি । তার স্পষ্ট বক্তব্য ভয় পেয়েই কর্মসূচি বানচাল করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আরও পড়ুন: শেষ মুহূর্তে দিল্লি যাওয়ার বিশেষ ট্রেন বাতিল রেলের! বিজেপিকে আক্রমণ অভিষেকের

একইভাবে বিষয়টি নিয়ে সুর ছড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের অপর মুখপাত্র তাপস রায়ও । তাপস রায়ের কথায়," এটা দুঃখের যে গণতন্ত্রের কথা বিজেপি বলে, তারা আমাদের সবদিক থেকে বঞ্চিত করছে । কেন্দ্রীয় সরকার একদিকে বাংলাকে ১০০ দিনের কাজের টাকা, আবাসের টাকা , গ্রাম সড়কের টাকা দিচ্ছে না। এই নিয়ে যখন আন্দোলন কর্মসূচি নিতে চাইছি আমরা তখন এই কর্মসূচীরা যাতে সফল না হয় তার সব ধরনের প্রয়াস চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। তবে এভাবে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে না। আমরা যেকোনও ভাবেই হোক দিল্লি পৌঁছোব। দিল্লিতে আমাদের প্রতিবাদ হবেই ।"

একইভাবে এদিন এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, "ভারতীয় রেল নাকি গতির প্রতীক ৷ ভারতীয় রেলের নাকি বুলেট ট্রেন চালাতে চলেছে, এদের ঢক্কানিনাদ এমন যে খুব শীঘ্রই এরা গোটা বিশ্বের সেরা যোগাযোগ মাধ্যম হয়ে উঠতে চলেছে । রেলের নির্লজ্জতার একটা করুন নিদর্শন দেখা গেল আজ । রাজ্যের গরিব কৃষক শ্রমজীবী মানুষ তাদের দাবি আদায়ের আন্দোলনে দিল্লি যেতে চেয়েছিল । এর জন্য ডিপোজিট দিয়ে একটি স্পেশাল ট্রেন ভাড়া করা হয়েছিল । তারা সেই টাকা গ্রহণ করেছিলেন । তবে শেষ মুহূর্তে আমাদের জানানো হচ্ছে এই ট্রেনটি দেওয়া যাবে না । এই ঘটনা অতীতে কোনও রাজ্যের সঙ্গে হয়নি। রাজনৈতিক দল যখন এ ধরনের ট্রেন চেয়েছে তারা সবসময় পেয়েছেন । আসলে ওরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছেন । ভয় পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে ।"

Last Updated : Sep 29, 2023, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details