কলকাতা, 25 জুলাই:26টি বিরোধী দলের জোট 'ইন্ডিয়া'কে মঙ্গলবারই জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন, নিষিদ্ধ সংগঠন ইন্ডিয়ান পিপলস ফ্রন্টের সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নরেন্দ্র মোদির এই মন্তব্যের জন্য তাঁকে পালটা কটাক্ষ করেছে তৃণমূল ৷ ডেরেক ও ব্রায়েন, সাকেত গোখলে, মহুয়া মৈত্রের মতো তৃণমূল সাংসদরা মঙ্গলবার ভিডিয়ো পোস্ট করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন ৷ তৃণমূলের দাবি, প্রধানমন্ত্রীর যা বলার তিনি সংসদে এসে বলুন ৷ বিরোধী জোটে বিজেপি ভয় পাচ্ছে বলেই 'ইন্ডিয়া' নাম নিয়ে অবান্তর যুক্তি খাড়া করা হচ্ছে, এমনই বক্তব্য তৃণমূলের ৷ বিরোধীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে রাজনীতির পারদ ৷
এদিন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন টুইটারে এক ভিডিয়ো বার্তায় বলেন, "ইন্ডিয়া নাম শোনার পর প্রধানমন্ত্রী ও বিজেপি ঘাবড়ে গিয়েছে ৷ তাই তারা এইসব ভুল ব্যাখ্যা দিচ্ছে ৷ ইন্ডিয়া নামের বিরোধিতা করা নিয়ে যুক্তিসঙ্গত কোনও কারণ খুঁজে পাচ্ছে না বিজেপি, তাই এইসব বলা হচ্ছে ৷ সংসদের বাইরে এইসব না বলে প্রধানমন্ত্রী অধিবেশনে এসে কথা বলুন ৷ আমরা মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর কথা শুনতে চাই ৷ পটনা ও বেঙ্গালুরুতে বিরোধিদের মিটিংয়ের পর ব্যাকফুটে চলে গিয়েছে বিজেপি ৷"
আরও পড়ুন:'প্রধানমন্ত্রী দেশের অপমান করছেন', ইন্ডিয়াকে কটাক্ষ করায় পালটা জবাব কংগ্রেসের