কলকাতা, 26 জানুয়ারি: রাজ্যপাল সিভি আনন্দ বোসকে দিল্লি তলবের পিছনে চাপ তৈরির কৌশল দেখছে তৃণমূল কংগ্রেস (Bengal Governor summoned to Delhi) ৷ রাজ্যের শাসক দলের দাবি, এভাবে রাজভবনের উপর চাপ তৈরি করতে চাইছে বিজেপি ৷ তবে তৃণমূলের দাবি, রাজ্যপালের দিল্লি সফর পূর্বনির্ধারিত ছিল । কিন্তু এই তলবজনিত চিত্রনাট্য উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি করেছে বিজেপি । তৃণমূলের দাবি, রাজ্যপালকে দিল্লি তলবের গল্প রটিয়ে আসলে কেন্দ্রের দাদাগিরি প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে ।
সরস্বতী পুজো উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাতে খড়ি হয় রাজভবনে (Hatey Khori of Governor CV Ananda Bose) ৷ এদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ থাকলেও রাজভবনে যাননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পরে হাতে খড়ি অনুষ্ঠানে রাজ্যপালের 'জয় বাংলা' স্লোগান নিয়েও প্রশ্ন তোলেন তিনি ৷ শুভেন্দুর বক্তব্যের প্রেক্ষিতে এদিন টুইট করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । সেখানে তিনি লেখেন, "নিরপেক্ষ রাজ্যপালকে কি জোর করে, চাপ দিয়ে বিজেপির অনুকূলে পক্ষপাতদুষ্ট করার চেষ্টা চলছে? গণতন্ত্রকে প্রহসনে পরিণত করতে আর কিছুই বাকি রাখছে না বিজেপি । যেসব কথা শোনা যাচ্ছে তা সত্যি হলে চরম আপত্তিকর । বাংলার মানুষ লক্ষ্য রাখছেন । আবার উপযুক্ত জবাব পাবে বিজেপি ।"
টুইটে কুণাল এদিন আরো লেখেন, "রাজ্যপালের দিল্লি সফর পূর্ব নির্ধারিত কর্মসূচি । তা গোপন করে যারা অন্য গল্প দিচ্ছেন এবং তলবজনিত চিত্রনাট্য লিখছেন, সেটা উদ্দেশ্যপ্রণোদিত ।" কুণাল ঘোষের মন্তব্য অনুযায়ী, রাজভবনের উপর চাপ সৃষ্টির অপচেষ্টা বিজেপি চালাচ্ছে সেটা ঠিক । কিন্তু রাজ্যপালকে তলবের গল্প রটিয়ে দিল্লির দাদাগিরি প্রতিষ্ঠা যেন না করা হয় ।