পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Lalan Sheikh Death Case: 12 ডিসেম্বরে শুভেন্দুর চমক কি লালনের মৃত্যু? হাজরার সভা থেকে প্রশ্ন তৃণমূলের - Chandrima Bhattacharya

মঙ্গলবার হাজরায় পালটা সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর '12 ডিসেম্বরের চমক' নিয়ে তোপ দাগলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ "বিজেপির ডিসেম্বর হুমকির শেষ পর্যন্ত কি না এই পরিণাম!" হাজরার সভায় বললেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (TMC questioned over Suvendu Adhikaris remark after Lalan Sheikh death)।

Lalan Sheikh Death Case
12-য় শুভেন্দুর চমক কি লালনের মৃত্যু? হাজরার সভা থেকে প্রশ্ন তুলল তৃণমূল

By

Published : Dec 13, 2022, 10:57 PM IST

কলকাতা, 13 ডিসেম্বর:সোমবারই প্রশ্ন তুলেছিলেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷পরদিন অর্থাৎ, মঙ্গলবার হাজরায় পালটা সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) '12 ডিসেম্বরের চমক' নিয়ে তোপ দাগলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ "বিজেপির ডিসেম্বর হুমকির শেষ পর্যন্ত কি না এই পরিণাম!" হাজরার সভায় বললেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)।

গত কয়েকদিন ধরে ডিসেম্বরে চমকের কথা বলে আসছিলেন বিজেপি নেতারা ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো আবার চমকের দিন হিসেবে ধার্য করে দিয়েছিলেন 12, 14 এবং 21 ডিসেম্বর। গতকাল, 12 ডিসেম্বর হাজরায় ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা। আর ঘটনাচক্রে গতকালই সিবিআই হেফাজতে মৃত্যু হয় বগটুই গণহত্যা-কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের (Lalan Sheikh Custodial death)। এদিন শুভেন্দুর পালটা সভা থেকে তাই শুভেন্দুকেই আক্রমণ শানালেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি ব লেন, "তুমি জানতে 12-য় কী হবে। জানতে, লালন শেখ মারা যাবে। আবার 13 না 14 জানুয়ারি বলছে। জানুয়ারিতেও কিছু হবে না, ফেব্রুয়ারিতেও হবে না। লালন শেখের মৃত্যু স্বাভাবিক মৃত্যু না। এর জবাব দিতে হবে। লাল্টুস বাবু জেনে থাকলে তিনিও বাদ যাবেন না।"

প্রসঙ্গত, এদিন হাজরায় সভার পর চন্দ্রিমা ভট্টাচার্যের এই বক্তব্যের ব্যাখ্যাও দেন রাজ্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, "এতদিন 12 ডিসেম্বরের কথা শুভেন্দু অধিকারীর মুখে বারবার শোনা যেত। ভাবটা এমন যেন তিনি ইন্সট্রাকশন দিচ্ছেন সিবিআইকে। আজ সিবিআই কার বাড়ি যাবে কাকে ধরবে! সেটা বলে দিতেন একজন নেতা। সেক্ষেত্রে ওকে মারতে হবে এই ইন্সট্রাকশনটা অস্বাভাবিক নয়। অতএব, এই বিষয়টা তদন্ত হওয়া প্রয়োজন। যে ব্যক্তি 12 তারিখ বলেছিলেন, যে ব্যক্তি কথায় কথায় সিবিআই দেখায়, তার অঙ্গুলি হেলনে বা বিজেপির কোনও চক্রান্তে এটা হয়েছে কি না, তা তদন্ত করে দেখতে হবে।

আরও পড়ুন:লালন শেখ মৃত্যুর ঘটনায় এবার সিবিআই'য়ের বিরুদ্ধে তদন্তে সিআইডি

সংবাদ মাধ্যমের তরফে এদিন তৃণমূলের হাজরার জনসভাকে শুভেন্দুর পালটা বলা হলেও এই সভা আদতে ছিল কেন্দ্রীয় সরকারের রাজ্যের প্রতি বঞ্চনার প্রতিবাদে সভা ৷ দক্ষিণ কলকাতার নেতাদের নিয়ে এই সভায় যদিও বক্তার তালিকায় নাম ছিল উত্তর কলকাতার কুণাল ঘোষের। ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, মদন মিত্র প্রমুখ।

ABOUT THE AUTHOR

...view details