কলকাতা, 13 ডিসেম্বর:সোমবারই প্রশ্ন তুলেছিলেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷পরদিন অর্থাৎ, মঙ্গলবার হাজরায় পালটা সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) '12 ডিসেম্বরের চমক' নিয়ে তোপ দাগলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ "বিজেপির ডিসেম্বর হুমকির শেষ পর্যন্ত কি না এই পরিণাম!" হাজরার সভায় বললেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)।
গত কয়েকদিন ধরে ডিসেম্বরে চমকের কথা বলে আসছিলেন বিজেপি নেতারা ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো আবার চমকের দিন হিসেবে ধার্য করে দিয়েছিলেন 12, 14 এবং 21 ডিসেম্বর। গতকাল, 12 ডিসেম্বর হাজরায় ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা। আর ঘটনাচক্রে গতকালই সিবিআই হেফাজতে মৃত্যু হয় বগটুই গণহত্যা-কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের (Lalan Sheikh Custodial death)। এদিন শুভেন্দুর পালটা সভা থেকে তাই শুভেন্দুকেই আক্রমণ শানালেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি ব লেন, "তুমি জানতে 12-য় কী হবে। জানতে, লালন শেখ মারা যাবে। আবার 13 না 14 জানুয়ারি বলছে। জানুয়ারিতেও কিছু হবে না, ফেব্রুয়ারিতেও হবে না। লালন শেখের মৃত্যু স্বাভাবিক মৃত্যু না। এর জবাব দিতে হবে। লাল্টুস বাবু জেনে থাকলে তিনিও বাদ যাবেন না।"