কলকাতা, 27 জুন : বাগনান কাণ্ডে জড়িত কুশ বেরাকে ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল নেতৃত্ব । এমনকী গ্রেপ্তার করেছে পুলিশ । এবারে রেয়াত করা হল না তার স্ত্রী তথা পঞ্চায়েত সদস্যা রমা বেরাকেও । স্বামীর কুকীর্তির শাস্তি পেলেন তিনি । দল থেকে বহিষ্কার করা হলো রমা বেরাকেও ।
বাগনান কাণ্ডে অভিযুক্তর পর তৃণমূল পঞ্চায়েত সদস্যাকেও দল থেকে বহিষ্কার - Kolkata News
বাগনান দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী কুশ বেরাকে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা এবং ছাত্রীর মাকে খুন করার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ । দল থেকে বহিষ্কার করা হয়েছিল তাঁকে । এবার স্বামীর কুকীর্তির জন্য বহিষ্কৃত হলেন রমা বেরা ।
![বাগনান কাণ্ডে অভিযুক্তর পর তৃণমূল পঞ্চায়েত সদস্যাকেও দল থেকে বহিষ্কার TMC panchayat member also expelled from the party over Bagnan case](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7786946-thumbnail-3x2-kol.jpg)
বাগনান দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী কুশ বেরার বিরুদ্ধে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা এবং ছাত্রীর মাকে খুন করার অভিযোগ ওঠে । আর্তনাদ শুনে মেয়েকে বাঁচাতে গেলে অভিযুক্তের ধাক্কায় সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে মাথায় চোট পান তাঁর মা । তাকে হাসপাতালে ভরতি করা হলে মৃত্যু হয় । এরপরই গা-ঢাকা দেয় অভিযুক্ত কুশ বেরা । যদিও শেষ রক্ষা হয়নি । তাকে গ্রেপ্তার করে পুলিশ । এমনকী দল থেকে অভিযুক্তকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব । এবার স্বামীর কুকীর্তির জন্য বহিস্কৃত হলেন রমা বেরা।
যদিও গোটা বিষয়টি নিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সরব বিরোধীরা । তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে যেই জড়িত থাক না কেনও রাজনৈতিক রঙ না দেখে কড়া শাস্তির ব্যবস্থা করা হবে ।