কলকাতা, 28 ডিসেম্বর:নতুন তৃণমূলের বার্তা দিয়ে শুদ্ধিকরণের কথা বলেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । একই সঙ্গে দিয়েছিলেন পাশে থাকার বার্তা । যে কোনও বিষয়ে অভিযোগ জানাতে দিয়েছিলেন নিজের নম্বর । এবার 'এক ডাকে অভিষেক'-এ অভিযোগ জানিয়ে সুফল পেল মানুষ (TMC orders Panchayat Pradhan to resign) ।
দীর্ঘদিন ধরে অভিযোগ উঠেছিল পূর্ব মেদিনীপুরের শান্তিপুর-1 গ্রাম পঞ্চায়েতের প্রধান এসকে সেলিম আলির বিরুদ্ধে । কাঁথিতে জনসভা করতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 'এক ডাকে অভিষেক'-এ হেল্পলাইন ফোন করে নিজেদের অভিযোগ জানাতে বলেছিলেন মানুষকে । নেতার কথা মতোই সেখানে সাধারণ মানুষ সেলিমের বিরুদ্ধে অভিযোগ জানান । প্রধানের বিরুদ্ধে অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন স্থানীয় বাসিন্দারা ৷ আর তাঁকে ফোন করতেই মুশকিল আসান ৷ স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে এবার কড়া সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস । সেলিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে পদত্যাগের নির্দেশ দিল দল ।
দলীয় সূত্রে খবর, অভিষেকের চালু করা হেল্পলাইন নম্বরে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ এসেছিল । এমনও অভিযোগ পাওয়া গিয়েছিল, শাসকদলের নামকে কাজে লাগিয়ে সেলিম আলি বেনামে 60টিরও বেশি সম্পত্তি তৈরি করেছিল । একই সঙ্গে তিনি সরাসরি ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত । অভিযোগ পেয়েই দলীয়স্তরে তদন্ত শুরু করে তৃণমূল । তদন্তে শুরু হতে তাঁর বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ সত্যি বলে প্রমাণিত হয় ।
এক প্রেস বিবৃতিতে তৃণমূল জানিয়েছেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, দলে থেকে দুর্নীতি করা যাবে না । একই সঙ্গে তিনি জানিয়েছিলেন ঠিকাদারির সঙ্গে কোনওভাবেই যুক্ত থাকা যাবে না । সেই কারণেই দল সেলিম আলিকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।