পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dilip Ghosh on Tripura Municipal Election: খাতা খুলেই আগরতলায় দ্বিতীয় তৃণমূল, গুরুত্ব দিতে নারাজ দিলীপ - Tripura Municipal Election Result

ত্রিপুরায় তৃণমূলের উত্থানকে (Dilip Ghosh on Tripura Municipal Election) গুরুত্বই দিতে নারাজ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । তাঁর মতে, লাফালাফিই সার । কাজের কাজ কিছু হবে না ।

tmc-only-jumping-around-says-dilip-ghosh-on-tripura-municipal-election-result
ইকোপার্কে দিলীপ ।

By

Published : Nov 28, 2021, 2:20 PM IST

কলকাতা, 28 নভেম্বর: গণনা শুরু হতেই টের পাওয়া যাচ্ছে তাদের উপস্থিতি । কিন্তু ত্রিপুরায় তৃণমূলের উত্থানকে (Dilip Ghosh on Tripura) গুরুত্বই দিতে নারাজ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । তাঁর মতে, লাফালাফিই সার । কাজের কাজ কিছু হবে না ।

রবিবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দিলীপ । ত্রিপুরার প্রসঙ্গ তিনি বলেন, ‘‘আমার তো মনে হয়, লাফালাফিটাই সার ৷ কাজের কাজ কিছু হবে না ৷ এখান থেকে নেতা ধার করে নিয়ে গিয়ে কি ওখানে জেতা যায় নাকি ! ওখানকার মানুষ সঠিক সিদ্ধান্তই নেবেন ৷’’

আরও পড়ুন:Tripura Municipal Election Results 2021: ত্রিস্তরীয় নিরাপত্তায় গণনা চলছে ত্রিপুরায়, এগিয়ে বিজেপি

কিন্তু দিলীপ যখন এই মন্তব্য করেন, তখনও ত্রিপুরায় পৌর নির্বাচনের ভোটগণনা (Tripura Municipal Election Result) শুরু হয়নি ৷ কিন্তু বেলা বাড়তে দেখা যায়, আগরতলা পৌরসভায় 13টি ওয়ার্ডে দ্বিতীয় রাজনৈতিক দল হিসেবে সেখানে উঠে এসেছে তৃণমূল ৷ বিজেপি জয়ী হয়েছে 26টি ওয়ার্ডে ৷

অর্থাৎ প্রথম বার টক্করে নেমেই দ্বিতীয় স্থান পেয়ে গিয়েছে তৃণমূল , তা-ও 334 ওয়ার্ডের অর্ধেকের বেশিতেও প্রার্থী না দিয়েই ৷ 2023-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের এই উত্থান বিজেপির অস্বস্তি বাড়িয়ে তুলবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷

আরও পড়ুন:Mahua Moitra on Goa Politics : গোয়ায় সমস্ত রাজনৈতিক দলেরই বিজেপির সঙ্গে আঁতাত রয়েছে, দাবি মহুয়ার

তবে ত্রিপুরায় তৃণমূলের ভবিষ্যৎ নির্ধারণে যখন ব্যস্ত দিলীপ, সেই সময় বাংলায় বিজেপির ঘরে আরও ভাঙন ধরতে পারে বলে জল্পনা শুরু হয়েছে ৷ কারণ সম্প্রতি বিজেপির একাধিক বৈঠকে গরহাজির থাকছেন তিনি ৷ যদিও এই জল্পনাকে গুরুত্ব দিতে নারাজ দিলীপ ৷ অর্জুনও দল ছাড়তে পারেন কি না, জানতে চাইলে দিলীপ বলেন, ‘‘সে তো আমার দল ছাড়া নিয়েও জল্পনা চলছে !’’

আসন্ন কলকাতা পৌর নির্বাচনে বিজেপি-ত্যাগী বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo in TMC) প্রার্থী কার হতে পারে বলে এর আগে জল্পনা ছড়িয়েছিল ৷ কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ হতে দেখা যায়, বাবুলের নাম নেই ৷ এ নিয়ে মতামত চাইলে দিলীপ জানান, যারা স্বপ্ন দেখিয়েছিল তারাই বলতে পারবে ৷ তিনি সবসময় বাস্তবের মাটিতে পা রেখে চলার পক্ষপাতী ৷

ABOUT THE AUTHOR

...view details