কলকাতা, 22 সেপ্টেম্বর : গত সপ্তাহেই জিএসটি কাউন্সিলের বৈঠকে অভিযোগ উঠেছিল অনেক রাজ্যই পেট্রোপণ্যকে জিএসটি-র আওতায় আনতে রাজি নয় ৷ তাই এখনই পেট্রল ও ডিজেলকে জিএসটি-র আওতায় আনা সম্ভব নয়, কাউন্সিলের বৈঠক শেষে এমনই জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ আর বুধবার এই ইস্যুতে রাজ্যে শাসকদল তৃণমূলকে দুষলেন রাজ্য বিজেপি-র নবনিযুক্ত সভাপতি সুকান্ত মজুমদার ৷
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উত্তাল দেশ ৷ কয়েক মাস আগেই বিভিন্ন রাজ্যে সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রল ৷ ডিজেলও শতরানের দোরগোড়ায় ৷ রান্নার গ্যাসের দামও প্রতি মাসে বাড়ছে ৷ এ অবস্থায় সাধারণ মানুষ নাজেহাল ৷ পেট্রোপণ্যের দাম বৃদ্ধিতে বাড়ছে সাধারণ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ৷ যার আগুনে পুড়ছে সাধারণ মানুষ ৷ পেট্রোপণ্যের দাম কামার কোনও সম্ভাবনা না-থাকলেও এ নিয়ে রাজনীতির ময়দানে আমনে-সামনে বিজেপি-তৃণমূল ৷
পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে দেশের প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড়িয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল ৷ গত বিধানসভা নির্বাচন থেকে আসন্ন ভবানীপুর উপনির্বাচনেও তৃণমূলের প্রচারে উঠে এসেছে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ৷ তৃণমূল নেতা এ নিয়ে রাস্তায় নেমে প্রচার করেছেন ৷ তবে উল্টো সুর শোনা গেল বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায় ৷ বুধবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "তৃণমূলের জন্যেই পেট্রল ও ডিজেলকে জিএসটি-র আওতায় আনা সম্ভব হচ্ছে না ৷ আমি সৌগতবাবুকে অনুরোধ করব, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকে এক লাইন লিখিয়ে আনুন যে, পেট্রোপণ্যকে জিএসটি-র আওতায় আনলে তৃণমূল বাধা দেবে না ৷ আমি কথা দিচ্ছি রাজ্য বিজেপি-র তরফ থেকে কেন্দ্রীয় সরকারকে পেট্রোপণ্যকে জিএসটি-র আওতায় আনার জন্য অনুরোধ করব ৷"
পেট্রোপণ্য জিএসটি-র আওতায় আনতে বাধা, তৃণমূলকে আক্রমণ সুকান্তর আরও পড়ুন :জিএসটি'র আওতায় নয় পেট্রল-ডিজেল, করোনার ওষুধে বাড়ল ছাড়ের সময়সীমা
গত 17 সেপ্টেম্বর লখনউতে বসেছিল 45তম জিএসটি কাউন্সিলের বৈঠক ৷ পেট্রল-ডিজেল নিয়ে আলোচনা হলেও পেট্রোপণ্যকে জিএসটি-র আওতায় আনা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি ৷ জল্পনা থাকলেও জিএসটি-র আওতায় পেট্রল ও ডিজেল না-আসায় দাম কমেনি ৷ বৈঠকে বেশ কয়েকটি রাজ্যের প্রতিনিধি আপত্তি করায় জিএসটি-র আওতায় পেট্রল ও ডিজেলকে আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।