পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Jibe at Congress: কংগ্রেসের ব্যর্থতায় বিকল্প তৃণমূল, ‘জাগোবাংলা’য় সমালোচনার জবাব শাসকদলের - TMC-Congress Clash

ত্রিপুরা, গোয়ার পর মেঘালয়েও (Meghalaya Political) যখন কংগ্রেসের ঘরে ভাঙন ধরানোর অভিযোগে বিদ্ধ ঘাসফুল শিবির, সেই সময় দলের মুখপত্র ‘জাগোবাংলা’য় (TMC Mouthpiece Jago Bangla) সাফাই দিতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ৷

TMC must not be blamed for incapability of Congress says party mouthpiece Jago Bangla
সমালোচনার জবাব তৃণমূলের ।

By

Published : Nov 25, 2021, 4:58 PM IST

Updated : Nov 25, 2021, 7:57 PM IST

কলকাতা, 25 নভেম্বর: কংগ্রেস অযোগ্য (TMC's Incapable Jibe at Congress) বলেই জাতীয় স্তরে গ্রহণযোগ্যতা বেড়েছে তৃণমূলের । ত্রিপুরা, গোয়ার পর মেঘালয়েও (Meghalaya Political) যখন কংগ্রেসের ঘরে ভাঙন ধরানোর অভিযোগে বিদ্ধ ঘাসফুল শিবির, সেই সময় দলের মুখপত্র ‘জাগোবাংলা’য় (TMC Mouthpiece Jago Bangla) এমনই সাফাই দিতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ৷ তাদের দাবি, কংগ্রেসে ছেড়ে দলে দলে নেতারা যদি তৃণমূলে যোগ দেন, তাতে তৃণমূলের দোষ নেই ৷ বরং কংগ্রেসেরই উচিত আত্মসমীক্ষা করার ৷ তাদের ব্যর্থতাই দলের নেতাদের তৃণমূলকে বিকল্প হিসেবে বেছে নিতে বাধ্য করেছে ৷

বুধবার রাতেই মেঘালয়ের রাজনীতিতে নাটকীয় পটপরিবর্তন ঘটেছে ৷ 11 জন কংগ্রেস বিধায়ককে নিয়ে তৃণমূলে ভিড়ে গিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা (Mukul Sangma in TMC) ৷ তাতে ভোটযুদ্ধে না গিয়েই রাজ্যে বিরোধী দলের আসনে প্রতিষ্ঠা পেয়ে গিয়েছে ৷ কিন্তু রাতারাতি উত্তর-পূর্বের রাজ্যে তৃণমূলের এই উত্থানকে অভ্যুত্থান হিসেবেই দেখছে কংগ্রেস নেতৃত্ব । তা নিয়ে চাঁচাছোলা ভাষায় জোড়াফুল শিবির এবং মমতার উদ্দেশে আক্রমণের ধার বাড়িয়ে চলেছেন তারা ।

আরও পড়ুন:Kunal Ghosh on KMC Election : রাজ্যপাল নিকৃষ্ট শ্রেণির বিজেপি ক্যাডার, ধনকড়কে আক্রমণ কুণালের

এমন পরিস্থিতিতে কংগ্রেসকে জবাব দিতে ‘জাগোবাংলা’কে বেছে নেয় তৃণমূল । সম্পাদকীয় বিভাগে ‘অক্ষম কংগ্রেস’ শীর্ষক প্রতিবেদনে লেখা হয়, ‘কংগ্রেস-সহ অন্য দল থেকে বিভিন্ন রাজ্যের নেতারা যদি কংগ্রেসে যোগ দেন, তাতে তৃণমূলের তো কোনও দোষ থাকতে পারে না ! তাঁরা তৃণমূল কংগ্রেসকেই আসল কংগ্রেস বলে মনে করছেন । মনে করছেন, তৃণমূল কংগ্রেসই জাতীয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করতে পারে । কংগ্রেস পারেনি । ব্যর্থ হয়েছে । নিজেদের দোদুল্যমানতায় গোয়া হারিয়েছিল । পঞ্জাবও ঘেঁটেছে ।’

ঘটনাচক্রে বৃহস্পতিবার এই একই সুর ধরা পড়েছে মেঘালয়ের মুকুলের গলাতেও । সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুকুল সাফ জানিয়ে দেন, শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে দায়িত্বপালনে সম্পূর্ণ ব্যর্থ কংগ্রেস । দেশের নাড়ি টিপলেও বোঝা যাচ্ছে যে, মানুষ কংগ্রেসের বিকল্প চাইছেন । তাই গোটা দেশে একটি কার্যকরী বিরোধী পক্ষ তুলে ধরতেই তৃণমূলের হাত ধরার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ।

আরও পড়ুন:Sayantan Basu on Municipal Election : গোটা রাজ্যে পৌরভোট করাতে হবে একদিনেই, দাবি সায়ন্তনের

তবে কংগ্রেসের সমালোচনা করতে গিয়ে মুকুলের মতো কোনও রাখঢাক করেনি তৃণমূল । সরাসরি কংগ্রেসকে ‘অযোগ্য’ বলেই দাগিয়ে দিয়েছে তারা । তাদের কথায়, ‘কংগ্রেসের সমস্যা অত্যন্ত গুরুতর । তৃণমূলে দলের কোনও নেতা যোগ দিলেই বুকের ভিতর হাহাকারের বাদ্যি বেজে ওঠে ওদের । দলের কেন্দ্রীয় নেতৃত্বের থেকে অধীর চৌধুরীর জ্বালা যেন বেশি । অধীর আসলে অস্তিত্ব সঙ্কটে ভুগছেন ।’ বাংলায় কংগ্রেস শূন্যে নেমে আসার জন্যও অধীরকেই দায়ী করেছে তৃণমূল ।

শুধু তাই নয়, বিজেপি বিরোধী জোট গড়ে এখন থেকেই রাস্তায় নামার পক্ষে সওয়াল করে মমতা কংগ্রেস নেতৃত্বের কাছে গেলেও, কংগ্রেস তাতে কোনও গরজই দেখায়নি বলে অভিযোগ তৃণমূলের । তাদের সাফ যুক্তি, প্রত্যেক দলই নিজেদের শক্তি বাড়াতে চায় । এর মধ্যে দোষের কিছু নেই । তাতে যদি ঠান্ডা ঘরে বসে কারও গাত্রদাহ হয়, তাতে তৃণমূলের কিছু যায় আসে না ।

Last Updated : Nov 25, 2021, 7:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details