কলকাতা, 8 জুন: ফের বেফাঁস মন্তব্য করলেন তৃণমূলের লোকসভার সাংসদ সৌগত রায় ৷ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে আক্রমণ করলেন প্রবীণ নেতা ৷ বুধবার বরানগর টবিন রোডে একটি জনসভায় তিনি মঞ্চে দাঁড়িয়ে বিরোধী নেতাদের উদ্দেশ্যে লাগামহীন মন্তব্য করেন বলে অভিযোগ ৷
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা শতাব্দীর সবচেয়ে বড় দুর্ঘটনা বলে উল্লেখ করেন সাংসদ সৌগত রায় ৷ তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করেন ৷ তাঁর অভিযোগ, বিজেপি এই ঘটনা থেকে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দিতে চায় ৷ তাই শুভেন্দু অধিকারী বলেছেন, বালাসোরের এই ট্রেন দুর্ঘটনার পিছনে তৃণমূলের হাত আছে ৷
এ প্রসঙ্গে সৌগত বলেন, "আমার যদি বয়স কম থাকত, তাহলে শুভেন্দুকে চটি দিয়ে মারতাম ৷ তাঁর কি মাথা পাগল হয়ে গিয়েছে ? কোথায় বালাসোর, রাজ্যের বাইরে ৷ তৃণমূল কি ওখানে গিয়ে অন্তর্ঘাত করবে ?" সৌগত রায়ের দাবি, দিল্লির নির্দেশেই এই কাজ করা হয়েছে ৷ বিজেপি নির্দেশ দিয়েছে এমন কিছু করতে, যাতে বিজেপির উপরে দোষ না পড়ে ৷ তিনি জানান, শুভেন্দু অধিকারীকে তৃণমূলে রাখার চেষ্টা করেছিলেন তিনি ৷ এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতানৈক্য তিনিই দূর করে দিয়েছিলেন ৷ তবে শুভেন্দু অধিকারী আগেই বিজেপির টাকা নিয়ে নিয়েছিল ৷ তাই তাঁকে আটকাতে পারা যায়নি ৷