কলকাতা, 14 জুন: পঞ্চায়েত নির্বাচন নিয়ে মঙ্গলবার রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ বুধবার সেই রায়কে স্বাগত জানালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় ৷ তাঁর কথায়, ‘‘এটা ভালো নির্দেশ ৷’’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয় ৷ আগামী 9 জুলাই ভোটগ্রহণ ৷ গত শুক্রবারই শুরু হয় মনোনয়ন প্রক্রিয়া ৷ কিন্তু মনোনয়নের সময়সীমা বৃদ্ধি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন-সহ একাধিক দাবি নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে ৷ মঙ্গলবার সেই মামলার রায় দেয় আদালত ৷ ভোটের নির্ঘণ্ট নিয়ে আদালত কোনও আপত্তি তোলেনি ৷ রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা মতোই ভোট হবে বলে জানিয়ে দিয়েছে ৷
আর আদালতের এই সিদ্ধান্তকে কমিশনের জয় হিসেবেই দেখছেন দমদমের সাংসদ ৷ তাঁর কথায়, ‘‘মূল আবেদনকারী অধীর চৌধুরী ও শুভেন্দু অধিকারীর মনোনয়নের দিন বৃদ্ধির দাবি আদালত খারিজ করে দিয়েছে ৷ আদালত ভোট পিছিয়ে দেওয়ার আবেদনও খারিজ করে দিয়েছে ৷ এটা নির্বাচন কমিশনকেই আসলে সমর্থন করা হয়েছে ৷ এটা ভালো ব্যাপার ৷’’
যদিও আদালত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে ৷ স্পর্শকাতর জেলাগুলিতে এই বাহিনী মোতায়েন করতে হবে বলে আদালত জানিয়েছে ৷ এই নিয়ে সৌগত রায়ের বক্তব্য, ‘‘আমরা সবসময় বলেছি যে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোটের জন্য আমরা সবসময় প্রস্তুত ৷ এখন নির্দেশ দেওয়া হয়েছে যে সাতটি স্পর্শকাতর জেলায় মোতায়েনের জন্য ৷ হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে কমিশন মনে করলে আরও জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারে ৷’’
পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টের রায় নিয়ে তৃণমূল কংগ্রেসের সৌগত রায়ের বক্তব্য
যে মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল, সেই মামলায় সব বুথে সিসিটিভি বসানো ও সিভিক ভলান্টিয়ারদের ব্যবহারে নিষেধাজ্ঞা জারির আবেদন করা হয় ৷ সেই আবেদনে মঙ্গলবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ সম্মতি দিয়েছে ৷ এই নিয়ে সৌগত রায়ের বক্তব্য, ‘‘সব বুথে সিসিটিভি ক্যামেরা বসানো হবে ৷ সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা হবে না ৷’’
আরও পড়ুন:মনোনয়ন জমার সময়সীমা বৃদ্ধির ব্যাপারে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত, রায় হাইকোর্টের