কলকাতা, 31 অগাস্ট : নারদকাণ্ডে ইতিমধ্যেই 10 জন অভিযুক্তকে তলব করেছে CBI। সেই সূত্রে আজ নিজাম প্যালেসে এলেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় । তবে হাজিরা এড়ালেন প্রাক্তন মেয়র তথা সদ্য BJP-তে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায় । তিনি তদন্তকারীদের কাছে দূত মারফত চিঠি পাঠিয়েছেন ।
নারদকাণ্ডে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ; CBI দপ্তরে প্রসূন, হাজিরা এড়ালেন শোভন - সিবিআই দপ্তরে প্রসূন
আজ হাজির হননি শোভন চট্টোপাধ্যায় । সূত্র জানাচ্ছে, তিনি CBI-কে জানিয়েছেন, ডিভোর্স মামলার আইনি পরামর্শ নিতে তিনি দিল্লিতে রয়েছেন । তাই আজ তাঁর পক্ষে যাওয়া সম্ভব নয় ।
নারদ তদন্তে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে আগেই । আদালতের নির্দেশে নারদ তদন্তের দায়িত্ব নেওয়ার পর CBI প্রথম জেরা করে নারদ-কর্তা ম্যাথু স্যামুয়েলকে৷ তারপর ডাকা হয় পুলিশকর্তা এসএমএইচ মির্জাকে ৷ তদন্তের শুরুর দিকে প্রয়াত তৃণমূল সাংসদ সুলতান আহমেদকেও ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ অভিযুক্তদের মধ্যে বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার ও আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের বাড়ি গিয়ে তাঁদের বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা ৷ CBI সূত্রে খবর, তদন্তের জাল এখন অনেকখানি গুটিয়ে আনা গেছে । শুরু হয়েছে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজ । আজ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় । তাঁকে কিছু জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে CBI সূত্রে খবর ।
তবে আজ হাজির হননি শোভন চট্টোপাধ্যায় । সূত্র জানাচ্ছে, তিনি CBI-কে জানিয়েছেন, ডিভোর্স মামলার আইনি পরামর্শ নিতে তিনি দিল্লিতে রয়েছেন । তাই আজ তাঁর পক্ষে যাওয়া সম্ভব নয় । CBI সূত্রে খবর, আগামী সোম ও মঙ্গলবারও কয়েকজনকে ঢাকা হয়েছে নিজাম প্যালেসে ।