পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mahua Moitra Writes Om Birla: ফোন ও ই-মেল হ্যাক নিয়ে লোকসভার স্পিকারকে চিঠি মহুয়ার - মহুয়া মৈত্র

Phone and Email Hack Issue: ফোন ও ইমেইল হ্যাক নিয়ে এবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন মহুয়া মৈত্র ৷ এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন তৃণমূল সাংসদ ৷

Mahua Moitra Writes Om Birla
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 3:23 PM IST

কলকাতা, 1 নভেম্বর: তাঁর মোবাইল ফোন এবং ই-মেল অ্যাকাউন্ট হ্যাক করেছে কেন্দ্র ৷ এ নিয়ে সোশাল সাইট এক্স হ্যান্ডেলে অভিযোগ করেছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র । এবার লোকসভার স্পিকারকে এই নিয়ে অভিযোগ-চিঠি লিখলেন তৃণমূল সাংসদ । ওম বিড়লাকে এ দিন দু'পাতার চিঠি লিখেছেন তিনি ৷ তাতে মহুয়ার অভিযোগ, ফোন এবং ই-মেল অ্যাকাউন্ট হ্যাকের মাধ্যমে একজন সাংসদের সাংবিধানিক অধিকার হরণ করা হচ্ছে । এই নিয়ে লোকসভার অধ্যক্ষকে ব্যবস্থা গ্রহণের আবেদনও জানিয়েছেন তিনি ।

লোকসভার স্পিকার ওম বিড়লাকে লেখা মহুয়া মৈত্রের চিঠি

এই চিঠিতে মহুয়া মৈত্র ফোনে আড়িপাতাকে 'স্টেট স্পন্সার্ড অ্যাটাক'বলে আখ্যা দিয়েছেন । বুধবার এই অভিযোগ ব্যাখ্যা করতে গিয়ে প্রেগাসাস প্রসঙ্গ টেনে এনেছেন তিনি । যেটি 2019 থেকে 21 সালের মধ্যে বিরোধী নেতা-নেত্রীদের উপর নজরদারির জন্য ব্যবহার করা হয়েছিল ৷ এমনটাই অভিযোগ করেছেন এই তৃণমূল সাংসদ । সেই সময় প্রেগাসাসকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উত্থাপিত হয়েছিল ৷ এ দিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করে মহুয়া বলেন, "আমি তাঁর দলের সদস্য । প্রেগাসাস নিয়ে সংসদে বিরোধাদের তরফে আলোচনা চাওয়া হয়েছিল ৷ তবে এ বিষয়ে আলোচনার সুযোগ দেওয়া হয়নি।"

আরও পড়ুন:তাঁর ফোন-ইমেল হ্যাকের চেষ্টা কেন্দ্রের, অ্যাপলের সতর্কীকরণ প্রকাশ্যে এনে অভিযোগ মহুয়ার

চিঠিতে মহুয়া জানিয়েছেন, 2023 সালের সেপ্টেম্বরে এক্সেস নাও এবং সিটিজেন ল্যাবের মতো আন্তর্জাতিক সংস্থাগুলি অ্যাপেলের এই বিজ্ঞপ্তির বৈধতা নিশ্চিত করেছে । চিঠিতে মহুয়া লিখেছেন, "রাষ্ট্রের এই নজরদারি আমাদের মৌলিক অধিকারের উপর খারাপভাবে আক্রমণ এনেছে । বিগত সময়ে বিরোধী দলের সদস্যদের বাকস্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকারের ওপর বারবার হামলা হয়েছে ।" একই সঙ্গে এই চিঠিতে কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহারের অভিযোগ তুলেছেন তিনি ৷ আর এসব উল্লেখ করে লোকসভার অধ্যক্ষের কাছে সংসদের সদস্য হিসাবে তাঁর হস্তক্ষেপ চেয়েছেন মহুয়া মৈত্র ।

ABOUT THE AUTHOR

...view details