কলকাতা, 1 নভেম্বর: তাঁর মোবাইল ফোন এবং ই-মেল অ্যাকাউন্ট হ্যাক করেছে কেন্দ্র ৷ এ নিয়ে সোশাল সাইট এক্স হ্যান্ডেলে অভিযোগ করেছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র । এবার লোকসভার স্পিকারকে এই নিয়ে অভিযোগ-চিঠি লিখলেন তৃণমূল সাংসদ । ওম বিড়লাকে এ দিন দু'পাতার চিঠি লিখেছেন তিনি ৷ তাতে মহুয়ার অভিযোগ, ফোন এবং ই-মেল অ্যাকাউন্ট হ্যাকের মাধ্যমে একজন সাংসদের সাংবিধানিক অধিকার হরণ করা হচ্ছে । এই নিয়ে লোকসভার অধ্যক্ষকে ব্যবস্থা গ্রহণের আবেদনও জানিয়েছেন তিনি ।
এই চিঠিতে মহুয়া মৈত্র ফোনে আড়িপাতাকে 'স্টেট স্পন্সার্ড অ্যাটাক'বলে আখ্যা দিয়েছেন । বুধবার এই অভিযোগ ব্যাখ্যা করতে গিয়ে প্রেগাসাস প্রসঙ্গ টেনে এনেছেন তিনি । যেটি 2019 থেকে 21 সালের মধ্যে বিরোধী নেতা-নেত্রীদের উপর নজরদারির জন্য ব্যবহার করা হয়েছিল ৷ এমনটাই অভিযোগ করেছেন এই তৃণমূল সাংসদ । সেই সময় প্রেগাসাসকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উত্থাপিত হয়েছিল ৷ এ দিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করে মহুয়া বলেন, "আমি তাঁর দলের সদস্য । প্রেগাসাস নিয়ে সংসদে বিরোধাদের তরফে আলোচনা চাওয়া হয়েছিল ৷ তবে এ বিষয়ে আলোচনার সুযোগ দেওয়া হয়নি।"