পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mahua Moitra: মহিলা সংরক্ষণ বিল নিয়ে দেশের মানুষকে বোকা বানাচ্ছে বিজেপি, অভিযোগ মহুয়ার - বিজেপি

Mahua Moitra on Women's Reservation Bill: বুধবার লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৷ তাঁর দাবি, মহিলা সংরক্ষণ বিল নিয়ে দেশের মানুষকে বোকা বানাচ্ছে বিজেপি ৷

Mahua Moitra/ Photo Courtesy - Sansad TV YT
Mahua Moitra/ Photo Courtesy - Sansad TV YT

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 5:49 PM IST

Updated : Sep 20, 2023, 10:57 PM IST

নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর: মহিলা সংরক্ষণ বিল নিয়ে দেশের মানুষকে বোকা বানাচ্ছে, বুধবার এমনই অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৷ এ দিন সংসদে মহিলা সংরক্ষণ বিল নিয়ে নিজের বক্তব্য তুলে ধরার সময় এই কথা বলেন তিনি ৷

কৃষ্ণনগরের সাংসদের কথায়, ‘‘বিজেপি আবারও দেশের মানুষকে বোকা বানাচ্ছে । মহিলা সংরক্ষণ বিল 2023 বলছে যে সংরক্ষণ কার্যকর হবে শুধুমাত্র আসন পুনর্বিন্যাস হওয়ার পরে ৷ তা পরবর্তী আদমশুমারির পরিসংখ্যান প্রকাশিত হওয়ার পরেই হবে ।"

উল্লেখ্য, আইনসভায় মহিলা প্রতিনিধিদের জন্য আসন সংরক্ষণের বিষয়টি দীর্ঘ সময় ধরে ঝুলে রয়েছে ৷ 1996 সাল থেকে বেশ কয়েকবার এই বিল পেশ হলেও, তা পাশ হয়নি৷ ফলে আইন হিসেবেও কার্যকর হয়নি ৷ এই পরিস্থিতিতে আচমকা সংসদে মহিলা সংরক্ষণ বিল পেশ করেছে কেন্দ্রীয় সরকার ৷ নতুন সংসদ ভবনে অধিবেশন বসার পর প্রথম বিল হিসেবে এটি পেশ করা হয় ৷

বুধবার এই বিলের উপর আলোচনা হয় লোকসভায় ৷ তৃণমূল কংগ্রেসের হয়ে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র আলোচনায় অংশ নেন ৷ সেখানেই এই বিল নিয়ে একের পর এক পয়েন্ট তুলে ধরে দাবি করেন যে কেন্দ্রের মোদি সরকার এই বিল পাশ করলেও তা আইনে কার্যকর করতে চায় না ৷

মহুয়ার বক্তব্যের অংশের ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস ৷ সেখানে মহুয়ার বক্তব্যের অংশ লিখে দেওয়া হয়েছে ৷ একই সঙ্গে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, জনগণনা কবে শেষ হবে, তা এখনও স্পষ্ট নয় ৷ অথচ এই বিল জনগণনার পর ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাসের পর কার্যকর হবে বলে জানানো হয়েছে ৷

সেই কারণে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, 2024 সালের লোকসভা নির্বাচনে তো এই বিল কার্যকর হবে না ৷ এমনকী, 2029 সালের লোকসভার ভোটের আগেও এই বিল আইনে পরিণত হয়ে কার্যকর হওয়ার সম্ভাবনা কম ৷

আরও পড়ুন:মহিলা সংরক্ষণ বিল রাজীব গান্ধির স্বপ্ন ছিল, লোকসভায় বললেন সোনিয়া

Last Updated : Sep 20, 2023, 10:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details