কলকাতা, 3 অক্টোবর: নিউজক্লিকের দফতর-সহ একাধিক জায়গায় দিল্লি পুলিশের তল্লাশি অভিযানের সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৷ মঙ্গলবার সকাল থেকে দিল্লির বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান হয় ৷ এই নিয়ে কৃষ্ণনগরের সাংসদের বক্তব্য, ‘‘নতুন ভারত সংবাদমাধ্যমকে গুরুত্ব দিয়ে দেখছে ৷’’
উল্লেখ্য, নিউজক্লিকের বিরুদ্ধে অভিযোগ যে তারা অর্থের বিনিময়ে চিনের হয়ে প্রচার করেছে ৷ সেই কারণে ওই সংস্থা ও সংস্থার সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে সন্ত্রাস বিরোধী আইন ইউএপিএ-তে ৷ সেই মামলায় মঙ্গলবার সকাল থেকে দিল্লির 30টি জায়গায় তল্লাশি হয় ৷ ঊর্মিলেশ ও অভিসার শর্মা-সহ একাধিক সাংবাদিককে দিল্লির লোধি রোডের স্পেশাল সেলে নিয়ে যায় পুলিশ ৷ সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয় তাঁদের ৷
এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন মহুয়া মৈত্র ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "প্রবীণ সাংবাদিকদের অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে । তাদের ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে । নিউ ইন্ডিয়া প্রেসকে গুরুত্ব সহকারে নিচ্ছে ।"
এ দিন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সরকারি বাসভবনেও তল্লাশি চালায় দিল্লি পুলিশ ৷ নিউজক্লিকের ঘটনায় এক জড়িত সেখানে থাকতেন বলে অভিযোগ ৷ সেই কারণেই তাঁর বাসভবনে তল্লাশি চালানো হয় ৷ সাতসকালে খবরটি সামনে আসার পর হইচই পড়ে অনেকেই এই নিয়ে সমালোচনায় সরব হয় ৷