কলকাতা, 15 এপ্রিল: পাকিস্তানকে জবাব একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই দিতে পারেন, এমন কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে করা সম্ভব নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই মন্তব্যের পর এখনও কাটেনি 24 ঘণ্টা ৷ তার মধ্যেই পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলা নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করলেন মহুয়া মৈত্র ৷ তৃণমূল কংগ্রেসের এই সাংসদ এদিন হাতিয়ার করেছেন জম্মু ও কাশ্মীরের তৎকালীন রাজ্যপাল সত্যপাল মালিকের বক্তব্য ৷ মহুয়ার অভিযোগ, পুলওয়ামার হামলার জন্য বিজেপিই দায়ী ৷
শুক্রবার এই নিয়ে তিনটি টুইট করেছেন কৃষ্ণনগরের সাংসদ ৷ প্রথম টুইটে তিনি লিখেছেন, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক জানিয়েছেন যে সরকারের গাফিলতির জন্য 40 জন জওয়ান সেদিন পুলওয়ামায় শহিদ হয়েছিলেন ৷ সিআরপিএফ স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে 5টি এয়ারক্রাফট চেয়েছিল ৷ কারণ, এতবড় কনভয়ে জওয়ানদের নিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ ছিল ৷ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক সেই অনুরোধ ফিরিয়ে দেয় ৷
ওই টুইটে মহুয়া আরও লিখছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মালিককে এই নিয়ে চুপ করে থাকতে নির্দেশ দিয়েছিলেন ৷ অথচ পুলওয়ামার ঘটনার ফায়দা বিজেপি পুরোপুরি নিয়েছিল 2019 সালের লোকসভা ভোটে ৷