পশ্চিমবঙ্গ

west bengal

Mahua Moitra: চব্বিশের প্রচারে ইসরো এখন বিজেপির নির্বাচনী-অস্ত্র, মোদির দলকে নিশানা মহুয়ার

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 7:26 PM IST

Updated : Aug 26, 2023, 7:40 PM IST

TMC MP Mahua Moitra slams BJP: বুধবার সন্ধ্যায় প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছেছে ভারত ৷ ইসরোর এই সাফল্যে গর্বিত সারা দেশ ৷ শনিবার বিজ্ঞানীদের অভিনন্দন জানাতে ইসরোর দফতরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই নিয়ে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ তাঁর অভিযোগ, বিজেপি ইসরোকে নির্বাচনী প্রচারের হাতিয়ার করতে চায় ৷

TMC MP Mahua Moitra slams BJP
মোদির দলকে নিশানা মহুয়ার

কলকাতা, 26 অগস্ট: বিদেশ সফর থেকে ফিরে শনিবার সকালে সরাসরি ইসরোর দফতরে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ চন্দ্রযান-3 মিশনের সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান ৷ এই নিয়ে সকাল থেকেই বিজেপি বিরোধী শিবির মোদির বিরুদ্ধে চন্দ্রযানের সাফল্যের কৃতিত্ব হাইজ্যাক করার অভিযোগ তুলেছে ৷ কিন্তু বিকেলের দিকে আরও একধাপ এগিয়ে এই নিয়ে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৷ তাঁর অভিযোগ, বিজেপি এখন ভারতের মহাকাশ গবেষণা সংস্থাকে 2024 সালের লোকসভা নির্বাচনের প্রচারের হাতিয়ার করতে চায় ৷

সোশাল মিডিয়ায় মহুয়া মৈত্র লিখেছেন, ‘‘ইসরো এখন বিজেপির 2024-এর প্রচারের হাতিয়ার । নির্বাচনের আগে জাতীয়তাবাদী উন্মাদনাকে দৃঢ় করার জন্য প্রতিটি মিশন ব্যবহার করা হবে । মোদি হ্যায় তো মুমকিন হ্যায় ম্যাজিক হিসাবে কয়েক দশক ধরে ভারতীয় বৈজ্ঞানিক গবেষণা প্যাকেজ করার জন্য ভক্ত ও ট্রোল আর্মি সারাক্ষণ কাজ করছে ।’’

শনিবার বিকেল 4টে 58 মিনিটে এই পোস্টটি করেন কৃষ্ণনগরের সাংসদ ৷ সেখানে তিনি আরও একটা লাইন লিখেছেন ৷ সেই লাইনে তিনি বিজেপির এই কৌশলের বিরুদ্ধে ভারতকে সজাগ হওয়ার কথা বলেছেন ৷ একই সঙ্গে স্পষ্ট করেছেন, ‘‘আমি দেশবিরোধী নই ।’’

আরও পড়ুন:ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির চেয়ে এখন মহাকাশ বিজ্ঞানের গবেষণায় খরচ কম, দাবি মোদির

তবে শুধু বিকেলের পোস্টেই তিনি বিজেপিকে নিশানা করেননি, এ দিন সকালের দিকেও সোশাল মিডিয়ায় তিনি একটি পোস্ট করেন ৷ সেখানেও একই ইস্যুতে তিনি বিজেপির সমালোচনা করেছিলেন ৷ সকাল 10টা 7 মিনিটে করা সেই পোস্টে তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উল্লেখ করে আক্রমণ করেছিলেন ৷

মহুয়া মৈত্র লেখেন, ‘‘হ্যাঁ, চাঁদে ইসরোর একটি ল্যান্ডার রয়েছে । তাও প্রথমবার নয় । আমরা যেন বিজেপিকে মনে করিয়ে দিতে পারি যে নরেন্দ্র মোদি চাঁদে অবতরণ করেননি । বিজেপি আইটি সেল চন্দ্রযানের জন্য গবেষণা করেনি ।’’

এইটুকু লেখার পর শুধু দু’টো শব্দে বিজেপি ও প্রধানমন্ত্রীকে মোদিকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই সাংসদ ৷ ওই পোস্টের শেষে তিনি লেখেন, ‘‘এমনি বলছি ৷’’

আরও পড়ুন:বিক্রমের অবতরণ-স্থলের নাম দিলেন 'শিবশক্তি', ইসরোয় বিজ্ঞানীদের শুভেচ্ছা মোদির

Last Updated : Aug 26, 2023, 7:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details