পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নাগরিকত্ব বিলের বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ - তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র

নাগরিকত্ব সংশোধন আইনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র ৷

Mahua Maitra
মহুয়া মৈত্র

By

Published : Dec 13, 2019, 11:20 AM IST

Updated : Dec 13, 2019, 1:05 PM IST

দিল্লি,13 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধন আইনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র । প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ আজ এই আবেদনের দ্রুত শুনানির আর্জি প্রত্যাখ্যান করেছে । বিষয়টি সুপ্রিম কোর্টের মেনশনিং অফিসারের কাছে জানাতে বলা হয়েছে মহুয়া মৈত্রর আইনজীবীকে ৷

সোমবার লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয় ৷ এরপর বুধবার বিলটি পাশ হয় রাজ্যসভায় ৷ গতকাল বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ৷ অসম, ত্রিপুরায় নাগরিকত্ব বিলের বিরোধিতায় রাস্তায় নেমেছে মানুষ ৷ গতকাল অসমে পুলিশের গুলিতে 2 জনের মৃত্যু হয়েছে ৷

এই অবস্থায় নাগরিকত্ব সংশোধনী বিলের বৈধতাকে চ্যালেঞ্জ করে আজ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল এই সাংসদ ৷ তাঁর আইনজীবী আবেদনটির দ্রুত শুনানির আর্জি জানান ৷ তবে সেই আর্জি খারিজ করেন প্রধান বিচারপতি ৷ তার পরিবর্তে আবেদনের শুনানির তারিখ পেতে মেনশনিং অফিসারের সঙ্গে কথা বলতে বলেন ৷

এর আগে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ ৷

Last Updated : Dec 13, 2019, 1:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details