পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMCs Letter to Delhi Police: দিল্লির রামলীলা ময়দানে ধরনার অনুমতি চেয়ে অমিত শাহের পুলিশকে ফের চিঠি ডেরেকের - Abhishek Banerjee

TMCs Letter to Delhi Police Seeking Permission of Dharna: দিল্লির রামলীলা ময়দানে ধরনা প্রদর্শন করতে চায় তৃণমূল ৷ দিল্লি পুলিশের কাছে আবেদন করা হয় তৃণমূলের তরফে ৷ প্রথম আবেদন খারিজ হয় ৷ দ্বিতীয়বার আবেদন করেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷ সেই নিয়ে উত্তর এখনও না মেলায় দিল্লি পুলিশকে ফের চিঠি দিয়েছেন তিনি ৷

TMCs Letter to Delhi Police
TMCs Letter to Delhi Police

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 2:30 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর: গান্ধি জয়ন্তীতে নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধরনা প্রদর্শন করতে চায় তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু সেই কর্মসূচি পালনের অনুমতি এখনও বাংলার শাসক দলকে দেয়নি দিল্লি পুলিশ ৷ তাই এই নিয়ে ফের দিল্লি পুলিশকে চিঠি লিখলেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েন ৷

শনিবার বেলা 12টা 40 মিনিটে তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয় ৷ সেখানে ডেরেক ও’ব্রায়েনের তরফে দিল্লি পুলিশকে পাঠানো চিঠিটি রয়েছে ৷ দেখা যাচ্ছে ওই চিঠি গতকাল, শুক্রবার পাঠিয়েছিলেন তিনি ৷ চিঠিতে রাজ্যসভার ওই সাংসদ যে বয়ানটি লিখেছেন, সেটাই তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে তুলে ধরা হয়েছে ৷

ডেরেক ও’ব্রায়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশকে মনে করিয়ে দিয়েছেন যে গত 30 অগস্ট তিনি একটি চিঠি পাঠান ৷ সেখানে আগামী 30 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত দিল্লির রামলীলা ময়দানে ধরনা কর্মসূচি করার জন্য তৃণমূলের তরফে আবেদন করা হয় ৷ পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ করেও যাঁরা মজুরি পাননি, এমন 50 হাজার মানুষ ওই কর্মসূচিতে অংশ নেবেন ৷ 30 অগস্ট পাঠানো চিঠির প্রাপ্তিস্বীকারের বিষয়টিও শুক্রবার পাঠানো চিঠিতে তৃণমূলের এই সাংসদ উল্লেখ করেছেন ৷

একই সঙ্গে তিনি লিখেছেন, তৃণমূলের তরফে যে অনুমতি চাওয়া হয়েছিল, সেই বিষয়ে কী অগ্রগতি হল, তা নিয়ে তাঁরা উদ্বেগে রয়েছেন ৷ পাশাপাশি তাঁরা এই নিয়ে দিল্লি পুলিশের উত্তরের অপেক্ষা করছেন ৷ দ্রুত এই বিষয়ে জানানো হলে ভালো হয়, বলেও ডেরেক শুক্রবার পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন ৷

আরও পড়ুন:দিল্লিতে মমতা-অভিষেকের ধরনা কর্মসূচির অনুমতি দিল না অমিত শাহের পুলিশ

উল্লেখ্য, গত 21 জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে দিল্লিতে ধরনার কর্মসূচির কথা ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই কর্মসূচিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও যোগ দেওয়ার কথা ৷ গত 23 অগস্ট প্রথমবার তৃণমূলের তরফে রামলীলা ময়দানে ধরনা কর্মসূচি করার আবেদন করা হয় ৷

গত 28 অগস্ট জবাব দেয় দিল্লি পুলিশ । তারা জানায়, আরও আগে থেকে বুকিং করা প্রয়োজন ছিল । অনেক আগেই বুকিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ তাই 2 অক্টোবর রামলীলা ময়দান ধরনার অনুমতি দেওয়া যাবে না । সেই সময় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, ‘‘এর মাধ্যমে বাংলার প্রতিবাদের কণ্ঠরোধ করা হচ্ছে ।’’

এর পর গত 30 অগস্ট ডেরেক ও’ব্রায়েন ফের চিঠি লেখেন দিল্লি পুলিশকে ৷ তার পর পেরিয়ে গিয়েছে 15 দিনের বেশি সময় ৷ এখনও উত্তর মেলেনি দিল্লি পুলিশের তরফ থেকে ৷ তাই আবার চিঠি দিয়েছেন রাজ্যসভার এই সাংসদ ৷ তবে দিল্লি পুলিশ যদি অনুমতি না দেয়, তাহলে এই কর্মসূচি পালনের বিকল্প উপায় অবশ্য তৃণমূলনেত্রী দিয়ে রেখেছেন ৷ দিনকয়েক আগে এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দিল্লি পুলিশ রামলীলা ময়দানে ধরনার অনুমতি না দিলে রাজঘাটে গিয়ে প্রার্থনা করা হবে ৷

আরও পড়ুন:গান্ধি জয়ন্তীতে দিল্লিতে ধরনার অনুমতি না-মিললে রাজঘাটে হবে প্রার্থনা, বললেন মমতা

ABOUT THE AUTHOR

...view details