কলকাতা, 16 সেপ্টেম্বর: গান্ধি জয়ন্তীতে নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধরনা প্রদর্শন করতে চায় তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু সেই কর্মসূচি পালনের অনুমতি এখনও বাংলার শাসক দলকে দেয়নি দিল্লি পুলিশ ৷ তাই এই নিয়ে ফের দিল্লি পুলিশকে চিঠি লিখলেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েন ৷
শনিবার বেলা 12টা 40 মিনিটে তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয় ৷ সেখানে ডেরেক ও’ব্রায়েনের তরফে দিল্লি পুলিশকে পাঠানো চিঠিটি রয়েছে ৷ দেখা যাচ্ছে ওই চিঠি গতকাল, শুক্রবার পাঠিয়েছিলেন তিনি ৷ চিঠিতে রাজ্যসভার ওই সাংসদ যে বয়ানটি লিখেছেন, সেটাই তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে তুলে ধরা হয়েছে ৷
ডেরেক ও’ব্রায়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশকে মনে করিয়ে দিয়েছেন যে গত 30 অগস্ট তিনি একটি চিঠি পাঠান ৷ সেখানে আগামী 30 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত দিল্লির রামলীলা ময়দানে ধরনা কর্মসূচি করার জন্য তৃণমূলের তরফে আবেদন করা হয় ৷ পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ করেও যাঁরা মজুরি পাননি, এমন 50 হাজার মানুষ ওই কর্মসূচিতে অংশ নেবেন ৷ 30 অগস্ট পাঠানো চিঠির প্রাপ্তিস্বীকারের বিষয়টিও শুক্রবার পাঠানো চিঠিতে তৃণমূলের এই সাংসদ উল্লেখ করেছেন ৷
একই সঙ্গে তিনি লিখেছেন, তৃণমূলের তরফে যে অনুমতি চাওয়া হয়েছিল, সেই বিষয়ে কী অগ্রগতি হল, তা নিয়ে তাঁরা উদ্বেগে রয়েছেন ৷ পাশাপাশি তাঁরা এই নিয়ে দিল্লি পুলিশের উত্তরের অপেক্ষা করছেন ৷ দ্রুত এই বিষয়ে জানানো হলে ভালো হয়, বলেও ডেরেক শুক্রবার পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন ৷